যশ ঠাকুরের ফাইফারে হ্যাটট্রিক জয় লখনৌর

ক্রিকেট দুনিয়া April 8, 2024 2,032
যশ ঠাকুরের ফাইফারে হ্যাটট্রিক জয় লখনৌর

হার দিয়ে এবারের আইপিএল শুরু করলেও টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস । গুজরাট টাইটান্সকে ৩৩ রানে পরাজিত করেছে কেএল রাহুলের দল । আগে ব্যাট করে মার্কাস স্টইনিসের অর্ধশতকের সুবাদে লখনৌ সংগ্রহ করে ১৬৩ রান। তুলনামূলক সহজ লক্ষ্য হলেও ক্রুনাল পান্ডিয়া ও যশ ঠাকুরের বোলিংয়ের সামনে টিকতে পারেননি গুজরাটের ব্যাটাররা। ক্রুনাল ও ঠাকুর তিনটি করে উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট শিকার করেছেন ঠাকুর।


রোববার (৭ এপ্রিল) আগে ব্যাট করে গুজরাটকে ১৬৪ রানের লক্ষ্য দেয় লখনৌ। জবাব দিতে ১৩০ রানেই গুটিয়ে যায় গতবারের রানার্স আপরা। এতে ৩৩ রানের জয় পায় লখনৌ। পাঁচ উইকেট শিকার করে এই ম্যাচের অন্যতম নায়ক ইয়াস ঠাকুর।


চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল। দুজনের ব্যাট থেকে আসে ৫৪ রান। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই।


২১ বলে ১৯ রান করে শুভমান আউট হলে ৫ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসন। ২৩ বলে ৩১ রান করেন সুদর্শন।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিআর শারাথও। ২ বলে ৫ রান করে শারাথ আউট হলে সাত রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গুজরাট।


এরপর গুজরাট শিবিরে হাল ধরার চেষ্টা করেন বিজয় শঙ্কার এবং দর্শন নালকান্ডে। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। বিজয় ১৭ রান এবং ১১ বলে ১২ রান করে আউট হন দর্শন। ৩ বলে শূন্য রান করেন রশিদ খান।


কিন্তু এক প্রান্ত থেকে লড়াই করতে থাকেন রাহুল তাওয়াতিয়া। ২৫ বলে ৩০ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট। শেষ দিকে ২ বলে ৪ রান করে নুর আহমেদ আউট হলেও ৭ বল থাকতেই ১৩০ রানে অলআউট হয় গুজরাট। এতে ৩৩ রানের জয় পায় লখনৌ।


লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন ইয়াস ঠাকুর। এ ছাড়াও কুর্নাল পান্ডিয়া তিনটি, নাভিন উল হক এবং রবি বিষ্ণই একটি করে উইকেট নেন।


এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি লখনৌ। দলীয় ১৮ রানে দুই উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের চতুর্থ বলেই সাজঘরে ফেরেন কুইনটন ডি কক (৬)। ৭ বলে ৭ রান করে ফেরেন দেবদূত পাডিক্কেল।


মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল। ৩১ বলে ৩৩ রান করে রাহুল আউট হলেও ৪০ বলে ফিফটি তুলে নেন স্টোইনিস। ৪৩ বলে ৫৮ রান করে আউট হন এই অজি ব্যাটার।


আইয়ুস বাদোনি করেন ১১ বলে ২০ রান। এরপর ব্যাট চালাতে থাকেস নিকোলাস পুরান। শেষ পর্যন্ত পুরানের ২২ বলের ৩২ রানের ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্টস।