হাথুরুসিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুজন

ক্রিকেট দুনিয়া April 7, 2024 3,896
হাথুরুসিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুজন

হাথুরুসিংহে যখন প্রথমবারের মতো বাংলাদেশের কোচ হয়ে আসেন, তখন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর তার সঙ্গে অনেক কাজই করেছেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব সামলেছেন তারা। কিন্তু জাতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না সাবেক এই অধিনায়ক।


এমনকি টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন সুজন। একইসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও বিশেষ অনুরোধও করেছেন তিনি।


রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি তো ক্রিকেট পছন্দ করি। এতগুলো ট্যুর করার পর আমার কাজটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ঐ দায়িত্বে রাখার কোন মানে হয় না। আমি তো বাংলাদেশ দলের সঙ্গে ঘুরতে যাই না। হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে।’


এসময় বিসিবি সভাপতির কাছে অনুরোধ করে সুজন বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’


বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’