মুস্তাফিজ-পাথিরানার অভাব হারে হারে টের পেলো চেন্নাই সুপার কিংস । দিল্লির পরে এবার হাদরাবাদের কাছেও হারল ধোনি-জাদেজারা । হাইস্কোরিং পিচে এই ম্যাচেও ২০০ রান আশা করেছিলেন সমর্থকরা। অনেকে এই পিচ থেকে অবশ্য ২০০ রানের বেশি আশা করেছিলেন। কিন্তু সেটা হল না। হায়দরাবাদের অনুয়ায়ী লো স্কোরিং ম্যাচ হল এটা। আর যেখানে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন মুস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই খেলতে নেমেছিল সিএসকে ।
শুক্রবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদকে ১৬৬ রানের লক্ষ্য দেয় চেন্নাই। জবাব দিতে নেমে ১১ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ। চলতি আসরের এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে টানা দুই ম্যাচে হারের তিতো স্বাদ পেয়েছে চেন্নাই।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাট করতে নামা ট্রাভিস হেড। দুজনের ব্যাটে ভর করে তিন ওভারের আগেই ৪৬ রান তোলে হায়দ্রাবাদ।
১২ বলে ৩৭ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন অভিষেক। ফিফটি তুলতে পারেননি হেডও। ২৪ বলে ৩১ রান করে থিকশানাকে উড়িয়ে মারতে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই অজি ব্যাটার।
হেডের আউটের পর শাহবাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এইডেন মারক্রাম। ৩৫ বলে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর ব্যাট চালাতে থাকেন শাহবাজ। তবে ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। ১৯ বলে ১৮ রান করেন তিনি।
শেষ পর্যন্ত হেইনরিচ ক্লাসেনের ১০ বলে ১১ রান এবং নিতিশ কুমার রেড্ডির ৮ বলে ১৪ রানে ভর করে ১১ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র এবং রুতুরাজ গাইকোয়াড়। তবে ইনিংস বড় করতে পারেননি দুইজনের কেউই। ৯ বলে ১২ রান করে রাচিন আউট হলেও ২১ বলে ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন চেন্নাই দলপতি।
চতুর্থ উইকেটে রাহানেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিভাম ডুবে। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে চেন্নাই। পাঁচ রানের আক্ষেপ নিয়ে আউট হন ডুবে। ২৪ বলে ৪৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর ৩০ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন রাহানে। ২০তম ওভারে তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত জাদেজার ২৩ বলের অপরাজিত ৩১ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই।