দলকে জিতিয়ে শাস্তি পেলেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত

ক্রিকেট দুনিয়া April 1, 2024 627
দলকে জিতিয়ে শাস্তি পেলেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত

গতকাল আইপিএল মরশুমের প্রথম জয় তুলে নেওয়ার পরেই দুঃসংবাদ উড়ে এল দিল্লি ক্যাপিটালস শিবিরে। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেওয়া রিশাভ পান্তকে বড়সড় শাস্তি দিল বিসিসিআই। এক্ষেত্রে নিয়ম ভেঙে পার পাননি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।


ভাইজ্যাগে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ওঠার পরেই আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ ধেয়ে আসে দিল্লি শিবিরে। অবশ্য দলগত অপরাধের শাস্তি পেতে হয় একা ক্যাপ্টেনকে। মাঠে দল পরিচালনার ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকাই শেষ কথা। তাই বিসিসিআইয়ের অবস্থান এক্ষেত্রে এমন যে, ‘সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর।’


আসলে রবিবার ভাইজ্যাগের হোম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। স্লো ওভার-রেটের দায়ে পড়ায় শাস্তি হয় দিল্লি দলনায়ক পান্তের। যেহেতু চলতি মরশুমে এটি ক্যাপিটালসের প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই শুধুমাত্র ক্যাপ্টেনকে জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে।


নিতান্ত কম নয় জরিমানার অঙ্ক। আচরণবিধি ভঙ্গের জন্য ঋষভ পন্তকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। বাকি টুর্নামেন্টে একই ভুলের পুনরাবৃত্তির হলে শাস্তির পরিমাণ বাড়বে নিশ্চিত। সেক্ষেত্রে ক্যাপ্টেনের জরিমানার অঙ্ক ডাবল হয়ে দাঁড়াবে।


সূত্রঃ Ht বাংলা