টসে হেরে বোলিংয়ে চেন্নাই, দেখে নিন দু'দলের একাদশ

ক্রিকেট দুনিয়া March 31, 2024 357
টসে হেরে বোলিংয়ে চেন্নাই, দেখে নিন দু'দলের একাদশ

আইপিএলে সময়টা বেশ ভালো যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। এমন পারফরম্যান্সের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও সুযোগ মিলেছে তার। মুস্তাফিজকে নিয়ে এদিন দিল্লির বিপক্ষে টস হেরে বোলিং করবে চেন্নাই।


মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ভিশাখাপাটনামে টস জিতে চেন্নাইকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন দিল্লির অধিনায়ক রিশভ পন্ত।


চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।


দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, পৃথ্বী শ, পান্ত, ট্রিস্টিয়ান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, ইশান্ত শর্মা, অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ, মুকেশ কুমার।