নারীরা নিজেদের বাসায় ইতিকাফ করতে পারবে কি?

ইসলামিক শিক্ষা March 31, 2024 954
নারীরা নিজেদের বাসায় ইতিকাফ করতে পারবে কি?

বিশেষ আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, রোজায় নারীরা বাসায় ইতিকাফ করতে পারবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।


নারীরা ইতিকাফ করতে পারবে কি? নারীরা পারলে কীভাবে করতে হবে? নারীরা বাসায় করতে পারবে কিনা।


উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। ইতিকাফ সাধারণত মসজিদে করতে হয়। প্রথম কথা হলো, আপনার মা ইতিকাফ করতে চেয়েছেন। কিন্তু কোথায় ইতিকাফ করবেন সেটাই ঠিক করেননি। আপনি বাসার কথা জানতে চেয়েছেন। না, বাসায় কোনো ইতিকাফ করা যায় না। নারীরা ইতিকাফ করতে পারেন। কিন্তু সেটা অবশ্যই মসজিদে। যদি মসজিদে করেন তাহলে হবে। মসজিদের কোনো একটা জায়গায় ১০ দিন ও ১০ রাতে ইতিকাফ করতে হবে। মানে রমজান মাসের শেষ ১০ দিন দুনিয়ার সব ব্যস্ততাকে ছুটি দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রাখবেন। আর এটা অবশ্যই হতে হবে মসজিদের ভেতরে।