শান্তর রিভিউ নিয়ে কলকাতা পুলিশের হাস্যকর মিম

ক্রিকেট দুনিয়া March 30, 2024 837
শান্তর রিভিউ নিয়ে কলকাতা পুলিশের হাস্যকর মিম

চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের দাপটের দিনে বাংলাদেশের বোলারদের চেয়ে বেশি ব্যর্থ ছিল ফিল্ডাররা। একাধিক ক্যাচ হাত ছাড়া তো হয়েছেই, তার মাঝে রিভিউ নিয়ে হাস্যরসের শিকার হচ্ছে বাংলাদেশ। এমনকি ভারতের কলকাতা পুলিশও বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করছে।


বাংলাদেশ রিভিউ নিতে গেলেই যেন সমালোচনা অবধারিত। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়ে কাঙ্ক্ষিত আউট তো দূরের কথা ভাগ্যে শুধু সমালোচনা জুটে বাংলাদেশের ক্রিকেটারদের। যার আরেকটি উদাহরণ দেখা গিয়েছে আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে।


শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় ৪৪তম ওভারের ঘটনা। অদ্ভুত এক রিভিউ নেন নাজমুল হাসান শান্ত। তাইজুল ইসলামের গুড লেংথের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন কুশল মেন্ডিস। খালি চোখেই দেখা যায়, বল মাঝ ব্যাটে লেগেছে। কিন্তু কী বুঝে রিভিউ নিলেন শান্ত, সেটা তিনিই ভালো বলতে পারবেন। টিভি আম্পায়ার একবার রিপ্লে দেখে বল ট্র্যাকিংয়েও যাননি।


নাজমুল হোসেন শান্ত সে সময় স্লিপে ফিল্ডিং করছিলেন, মূলত টাইগার অধিনায়কই রিভিউ নেয়ার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন। রিভিউ নেওয়ার পর রিপ্লে দেখে হয়তো নিজেকেই নিজে প্রশ্ন করছিলেন কী করলেন তিনি!


বাংলাদেশের এমন রিভিউ নিয়ে কলকাতা পুলিশ হাস্যরস করে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে। যেখানে বাংলাদেশের রিভিউয়ের সঙ্গে লোভনীয় লিঙ্কের তুলনা করা হয়েছে।


বাংলাদেশের রিভিউ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা মিম বানানো নতুন কিছু নয়। এর আগেও অনেকবার এমন কাণ্ডের দেখা মিলেছে। তবে একটি প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কবে রিভিউ নিতে শিখবে?


সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি