দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ চট্টগ্রামে একের পর এক ক্যাচ ছেড়েছে টাইগার ক্রিকেটাররা। শুরুতে মাহমুদুল হাসান জয়, এরপর শাহাদাত হোসেন দিপু, সাকিব আল হাসানরা মিস করেছেন ক্যাচ।
দিন শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাছেও প্রশ্ন উঠলো ক্যাচ নিয়েই। জবাবে অ্যাডামস বলেন এই ক্যাচ ফেলে দেয়া ভোগাতে পারে দলকে, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা লুফে নিতে পারিনি। একই ঘটনা প্রথম টেস্টেও হয়েছিল। আমরা শুরুতে ৫ উইকেট তুলে নিলেও পরে ভালো করতে পারিনি। ক্যাচ ফেলে দেওয়াটা আমাদের বেশ ভোগাবে।’
বাংলাদেশের বোলিং কোচ আরও যোগ করেন, ‘আমার মনে হয় এখানে অনেকটা প্রথম টেস্টের মতই ঘটনা ঘটছে। আমরা চাপ দিতে পারলেও লম্বা সময় ধরে পারছি না। ফলে আমাদের এখন দুর্দান্ত কিছু করতে হবে। আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।’
এদিকে কুশল মেন্ডিসের মাঝ ব্যাটে লাগা বলে রিভিউ নেয় টাইগাররা, যেটা নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়তে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক শান্তকে। অ্যাডামস অবশ্য বললেন এমন রিভিউ নিয়ে আলোচনা চলছে, ‘এটা নিয়ে আমরা আলোচনা করছি।
আমরা রিভিউর ব্যাপারে বেশ বাজে ছিলাম। ফলে আমাদের এখানে উন্নতি করার পদ্ধতিটা শিখতে হবে। অধিনায়ক, কিপারদের সাথে আলোচনা করতে হবে। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে পদ্ধতির ব্যাপারে। কারণ এখন যা করছি তা কাজে দিচ্ছে না।’
এর পেছনে ব্যাখ্যাও দিয়েছেন টাইগারদের বোলিং কোচ ‘হয়ত আমরা আবেগকে বেশি প্রাধান্য দিচ্ছি ফ্যাক্টের চেয়ে। কারণ এটা সরাসরি ব্যাটে লেগেছে। এটা একদমই ভালো রিভিউ ছিল না। আমাদের শুধু পদ্ধতিটা উন্নত করতে হবে।’
ফিল্ডিংয়ে উন্নতি করার বিষয় নিয়ে অ্যাডামস বলছিলেন, ‘হ্যাঁ অবশ্যই, ক্রিকেটের যেকোনো খেলায় আপনি যদি ক্যাচ মিস করে থাকেন তাহলে তা আপনাকে ভোগাবে।
সূত্রঃ ঢাকা পোস্ট