চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিং করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের শুধু ব্যাটিংটাই দেখে গিয়েছে স্বাগতিকরা। ক্যাচ মিস, অযথা রিভিউ নষ্ট করা যেন প্রথম দিনের নিয়মিত কাজ হয়ে দাঁড়ায় বাংলাদেশের। লঙ্কানদের দাপটের দিনে হাসান মাহমুদ-সাকিবদের প্রাপ্তি শেষ সেশনে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের উইকেট। বাংলাদেশি বোলারদের খাটুনির দিনে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে চালকের আসনে থেকে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে সাকিব আল হাসান একাদশে ফিরেছেন। টাইগার অলরাউন্ডার ফেরার দিনে টেস্ট অভিষেক হয়ে পেসার হাসান মাহমুদের। দিনের শুরুতে পেসাররা পিচ থেকে সহায়তা পেলেও লঙ্কান ব্যাটসম্যানদের উইকেট নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলাররা।
প্রথম সেশনে বোলাররা উইকেট না পাওয়ার পেছনের কারিগর বাংলাদেশের ফিল্ডাররা। স্লিপে মাহমুদুল হাসান জয় ও বাউন্ডারিতে সাকিবের ক্যাচ মিসে প্রথম সেশনে বিনা উইকেটে ৮৮ রান তুলে লঙ্কানরা। দ্বিতীয় সেশনেও সফরকারী ব্যাটসম্যানরা ছিলেন ছন্দে। তবে ওপেনার নিশান মাদুশকা ব্যক্তিগত ফিফটির পর বাংলাদেশকে উইকেট উপহার দিয়েছেন রান আউট হয়ে। ২৯ তম ওভারে বাংলাদেশ প্রথম উইকেটের পতন ঘটায়। তবে এরপর আবারো সেই একই চিত্র লঙ্কান ব্যাটসম্যানদের দাপট, বাংলাদেশের বোলারদের খাটুনি।
উইকেটে তেমন কোন সুবিধা পাচ্ছিলেন না বোলাররা। দ্বিতীয় সেশন শেষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলে ওপেনার করুনারত্নে। তবে তৃতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে ইন সাইড ইজ হয়ে বোল্ড হন লঙ্কান ওপেনার। ৮৬ রানে ফেরার সময় শুধু আক্ষেপই সঙ্গী করতে পেরেছেন করুনারত্নে। তৃতীয় উইকেটে ক্রিজে নামেন আঞ্জেলা ম্যাথিউস।
অভিজ্ঞ এই অলরাউন্ডারকে সঙ্গে নিয়ে নিজের সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন কুশল মেন্ডিস। করুনারত্নে ব্যর্থ হলেও মেন্ডিস সহজেই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। মেন্ডিস যখন সেঞ্চুরির পথে ঠিক এর আগ মুহূর্তে ৬৭তম ওভারে আবারো স্লিপে দিনে তৃতীয়বারের মতো ক্যাচ ফেলে দেই বাংলাদেশ। মিরাজের বলে শাহাদাত হোসেন দিপু ম্যাথিউসের সহজ ক্যাচ হাতছাড়া করেন। ম্যাথিউস জীবন পেলেও এক বছর পর টেস্ট ফেরা সাকিবের ঘূর্ণি জাদুতে ৯৩ রান করেই মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে বসেন মেন্ডিস। দলীয় ২৬৩ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
চতুর্থ উইকেট জুটিতে দীনেশ চান্দিমালকে নিয়ে ইনিংসের গতি বাড়ানোর চেষ্টা করতেন ম্যাথিউস। তবে ৮০ ওভার পর নতুন বল হাতে নিয়ে ম্যাথিউসকে ফেরান হাসান মাহমুদ। ৭১ বলে ২৩ রান করে স্লিপে মিরাজের হাতে তালুবন্দি হন এই ডানহাতি ব্যাটসম্যান।
দিনের শেষ দিকে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আর উইকেট পরতে দেননি। চান্দিমালকে সঙ্গে নিয়ে দলীয় ৩০০ রান পার করেন। প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
দিন শেষে চান্দিমাল ও ডি সিলভা ৩৪ ও ১৫ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
ক্রেডিটঃ ইন্ডিপেন্ডেন্ট টেভি অনলাইন