আফ্রিদির নেতৃত্ব কেড়ে নেয়া প্রসঙ্গে যা বললেন শ্বশুর আফ্রিদি

ক্রিকেট দুনিয়া March 28, 2024 939
আফ্রিদির নেতৃত্ব কেড়ে নেয়া প্রসঙ্গে যা বললেন শ্বশুর আফ্রিদি

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম । তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। নিউজিল্যান্ড সিরিজে তার নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান । আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাবর আজমকে।


এমন গুঞ্জনই রটেছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। আর এতে বিশ্বকাপের আগেই আফ্রিদিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে গুঞ্জন উসকে দিয়েছেন স্বয়ং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিই।


তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও শাহিন আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদি মনে করেন, এই মুহূর্তে টি-টোয়েন্টি নেতৃত্ব পরির্বতন করা ঠিক হবে না। তার মতে, শাহিনের অধিনায়কত্ব ঘিরে ভুলের মধ্যে ঘুরপাক খাচ্ছে পিসিবি।


নতুন নির্বাচক কমিটি ঘোষণার সময় অধিনায়ক আফ্রিদির ভবিষ্যৎ প্রসঙ্গে পিসিবির প্রধান নাকভি বলেছিলেন, ‘আমিও জানি না, কে অধিনায়ক হবে। শাহিন চালিয়ে যাবে, নাকি নতুন একজন আসবে, সেটি ফিটনেস ক্যাম্পের পর ঠিক করা হবে।’


শাহিনের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জনে মঙ্গলবার (২৬ মার্চ) এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন শহীদ আফ্রিদি। জামাই শাহিনের নেতৃত্ব মূল্যায়নের জন্য যথেষ্ট সময় দেয়া দরকার মন্তব্য করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেয়া দরকার। আমাদের ক্রিকেটেরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে-ই ভাবে আমি যা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।’


তার মতে, শাহিনকে নিয়ে ভুল সিদ্ধান্তে ঘুরপাক খাচ্ছে পিসিবি, ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’


শাহিনকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয়েছিল পিএসএলের ২০২২ ও ২০২৩ আসরে কোয়েটায় তার সাফল্যের জন্য। দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল শাহিনের নেতৃত্বাধীন দলটি, যারা এবার লিগ পর্বে জিতেছেই মাত্র এক ম্যাচ।