যে কারণে মানুষের গালি খেতেও রাজি তামিম

ক্রিকেট দুনিয়া March 27, 2024 514
যে কারণে মানুষের গালি খেতেও রাজি তামিম

সম্প্রতি তামিম ইকবাল ও মেহেদি মিরাজ সমালোচিত হয়েছেন একটি বিজ্ঞাপনের ফোনালাপ ফাঁস ইস্যুতে।। তাদের এমন কাণ্ডে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, দর্শকদের আবেগ পুঁজি করে এই বিজ্ঞাপন করেছেন তিনি। । বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেছেন এই ইস্যুতে। ব্যাপক সমালোচনা হলেও এটাকে স্রেফ প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ হিসেবেই দেখছেন তামিম ইকবাল।


মঙ্গলবার (২৬ মার্চ) ফেনীতে একটি শো-রুম উদ্বোধনে গিয়ে ভাইরাল হওয়া সেই বিজ্ঞাপন নিয়ে কথা বলেন তামিম। তিনি জানান, কোনো কাজে যদি মানুষের উপকার হয় তাহলে সেটার জন্য তিনি লোকের বাজে কথা সহ্য করতেও রাজি আছেন।


এ প্রসঙ্গে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘নগদের এ ক্যাম্পেইনে কিছু পরিবার জমি পাবে। আমি কিন্তু পাব না। দরিদ্র শ্রেণির মানুষরা এ জমি পেলে আমি খুব খুশি হবো। এটি মানুষের জন্যই করা। ব্যক্তিগতভাবে বকা শুনে দুইজন মানুষকে সহযোগিতা করতে পারলে সেই বকা শুনতে আমি সবসময় রাজি।’


অনুষ্ঠানে তামিম ইকবাল আরও বলেন, ‘ফেনীতে প্রথম এসে আনন্দিত। ঢাকা-চট্টগ্রাম যাওয়ার সময় ফেনী ক্রস করেছি। ফেনীতে অনেক উন্নয়ন হয়েছে। ফেনীতে টপ টেনের ৩৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। যেভাবে এগিয়ে যাচ্ছে অল্প সময়ে টপটেন হাফ সেঞ্চুরি করে ফেলবে।’


আবারও ফেনীতে আসার প্রত্যয় ব্যক্ত করে তামিম বলেন, ‘ভক্তদের কথা শুনতে পারলে অনেক ভালো হতো। কিন্তু আজকে কথা বলতে না পারলেও আগামীতে আবার আসবো। এই রোজার মধ্যে কথা বলতে গেলে অনেকের কষ্ট হবে।’


সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করেন তাই অনেকেই তাকে খোঁচা দিয়ে বলেন শোরুম আল হাসান! এবার কি তাহলে তামিম হেটার্সরা বলবেন শোরুম ইকবাল খান! সে যাই হোক, জাতীয় দলের খেলোয়াড়দের ক্রিকেটের বাইরের কার্যক্রমে সম্পৃক্ততা কিন্তু বাড়ছেই।


তামিম শোরুম উদ্বোধন করতে গেলেও তামিমকে সামলাতে হয়েছে ক্রিকেট নিয়ে প্রশ্ন। প্রধান ইস্যু, তার জাতীয় দলে ফেরা। তবে কৌশলী ওপেনার বিষয়টি এড়িয়ে গেছেন প্রাসঙ্গিকতার অযুহাতে।


তামিম ইকবাল বলেন, 'আমরা একটা শোরুম ওপেনিং করতে এসেছি, আমরা এটা নিয়েই থাকি।'