জীবন চলুক তার গতিতে, আমি চলব আমার গতিতে।

উপদেশমূলক গল্প May 7, 2016 2,096
জীবন চলুক তার গতিতে, আমি চলব আমার গতিতে।

একদিন এক ভদ্রলোক নৌকা দিয়ে কোথাও যাচ্ছিলেন।

.

তখন তিনি নৌকার মাঝিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কীভাবে মারা গেছেন?

মাঝি উত্তর দিলো. পানিতে ডুবে!

.

তারপর ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, তোমার দাদা?

উত্তর- পানিতে ডুবে!

এবার ভদ্রলোক ওই মাঝিকে বললেন, তাহলে তুমি নৌকা চালাচ্ছ কেনো? তুমিও তো পানিতে ডুবে মারা যাবে?

.

এবার মাঝিই ভদ্রলোককে জিজ্ঞেস করলো, আপনার বাবা কীভাবে মারা গেছেন?

ভদ্রলোক জবাব দিলো, ঘরে!


তারপর মাঝি আবার জিজ্ঞেস করলো, আপনার দাদা?

উত্তর- ঘরে!

.

এবার মাঝি বললো, তাহলে আপনি ঘরে কেনো? ঘর ছেড়ে দেন। নতুবা আপনিও ঘরে মারা যাবেন!

.

.

ঠিক এইভাবে জীবন চলার পথে এমন হাজারো বাধার সম্মুখিন হতে হবে, তাই বলে মনোবল হারানো চলবে না..

.

জীবন চলুক তার গতিতে, আমি চলব আমার গতিতে।