আইপিএলে মুস্তাফিজ ভেলকি, প্রথম ম্যাচেই নিলেন চার উইকেট

ক্রিকেট দুনিয়া March 22, 2024 5,001
আইপিএলে মুস্তাফিজ ভেলকি, প্রথম ম্যাচেই নিলেন চার উইকেট

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই বাঁ-হাতি পেসার নিজের করা প্রথম দুই ওভারে জোড়া উইকেট করে শিকার করেছেন। শেষ পর্যন্ত চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি । আর তাতেই তছনছ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ!


প্রথম ওভারে বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসহ দুই উইকেট শিকারের পর নিজের দ্বিতীয় ওভারে বিরাট কোহলিকে তুলে নিয়েছেন কাটার মাস্টার। ওই ওভারেই তিনি শিকার করেছেন ২ উইকেট। অর্থাৎ প্রথম দুই ওভারে মোস্তাফিজ নেন ৪ উইকেট ।


ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাইয়ের বোলারদের উপর চড়াও হয় আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসিস । কোহলিকে সাথে নিয়ে বিনা উইকেটে চার ওভারেই তুলে নেন ৩৭ রান। বিপদ সামাল দিতে পঞ্চম ওভারে মুস্তাফিজকে আক্রমনে নিয়ে আসেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় । তিনি আক্রমণে এসে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন।


বল করতে এসে ওভারের প্রথম বল ডট দিলেও পরের বলেই চার হজম করেন মুস্তাফিজ । একই ওভারের তৃতীয় বলে দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে ফাফ দু প্লেসিসকে বোকা বানান । তার অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে না পেরে ধরা পড়েন ডিপ পয়েন্টে থাকা ফিল্ডার রবীন্দ্রর হাতে । যিনি ২৩ বলে ৩৫ রান করে ভয়ংকর হয়ে উঠার ইঙ্গিত দিচ্ছিলেন । চতুর্থ বলে কোন রান না দিয়ে পঞ্চম বলেই রজতকে কট বিহাইন্ডের শিকার বানিয়ে সাজঘরে পাঠান তিনি । প্রথম ওভারে মাত্র চার রান দিয়েই তুলে নেন গুরুত্বপুর্ন দুটি উইকেট । দারুণভাবে লড়াইয়ে ফেরে চেন্নাই।


বেঙ্গালুরু শিবিরে মুস্তাফিজের চাপ কাজে লাগিয়ে পরের ওভারে এসে সফল হন চাহার। তিনি আউট করেন ম্যাক্সওয়েলকে। গোল্ডেন ডাক দিয়ে আসর শুরু হয় অজি অলরাউন্ডারের।


১২তম ওভারে ফের মোস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক। এবারও দুর্দান্ত বোলিং মোস্তাফিজের। বিরাট কোহলি মারতে গিয়েছিলেন ছক্কা। কিন্তু বাউন্ডারিতে রাহানে আর রাচিন দুজন মিলে দারুণ বোঝাপড়ায় নেন ক্যাচ। ২০ বলে ২১ করে ফেরেন কোহলি।


ওই ওভারেই আরেক সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে দুর্দান্ত কাটারে বোল্ড করেন মোস্তাফিজ। ২২ বলে গ্রিনের ব্যাট থেকে আসে ১৮ রান। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট শিকার ফিজের। ২ ওভারে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট!


ততক্ষণে আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নিশ্চিত করে ফেলেন ফিজ। ১৭ তম ওভারে ফিরে নিজের ৩য় ওভারে কোন উইকেট না পেলেও দেন মাত্র ৭ রান।


পেনাল্টিমেট ওভারে নিজের শেষ ওভার করতে এসে একটু খরুচে ছিলেন মুস্তাফিজ। কোন উইকেট না পাওয়া ফিজ ঐ ওভারে দেন ১৬ রান।


শেষ পর্যন্ত চার ওভারে ৭.২৫ ইকোনমিতে ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন মুস্তাফিজ। এর আগে একাধিকবার তিন উইকেট নেওয়ার রেকর্ড থাকলেও এবারই প্রথম চার উইকেট পেলেন মুস্তাফিজ।