ডিপিএলেও ব্যর্থ লিটন দাস, কত রান করলেন ?

ক্রিকেট দুনিয়া March 17, 2024 1,822
ডিপিএলেও ব্যর্থ লিটন দাস, কত রান করলেন ?

অফফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। ৫০ ওভারের সংস্করণে অধারাবাহিক হওয়ার কারণেই নির্বাচকদের আস্থা হারান তিনি। দল থেকে বাদ পড়েই লিটন ফিরে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারলেন না উইকেটরক্ষক এই ব্যাটার।


জাতীয় দল থেকে বাদ পড়ার পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খেলতে নেমেছিলেন লিটন। কিন্তু আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে জাতীয় দলে নতুন বলে ব্যর্থ লিটনকে ওপেনিংয়ে নয়, তিন নম্বরে পাঠানো হয় তাকে। সেখানেও দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার।


রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী। যেখানে মাত্র ১৭০ রানের লক্ষ্য পেয়েছে আবাহনী। নাইম শেখ ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি ৩৯ রান এনে দেওয়ার পর বিচ্ছিন্ন হয়।


ইনিংসের সপ্তম ওভারে আরাফাত সানীর বলে ক্যাচ দিয়ে সাব্বির ফিরলে নামেন লিটন। তবে একেবারেই স্বাচ্ছন্দে ছিলেন না। ১৯ বল মোকাবিলা করে কোনো বাউন্ডারি মারতে পারেননি। করেছেন মাত্র ৫ রান।


১৫তম ওভারের শেষ বলে লিটনকে বোল্ড করেছেন সানী। যদিও লিটন আউট হওয়ার পর রানের গতি একটু বেড়েছে আবাহনীর। ৮৭ বলে চার চার ও তিন ছক্কা মেরে ৬৬ রান করে আউট হয়েছেন নাঈম।


এর আগে নিজের প্রথম স্পেলেই খালেদের তিন উইকেটে ধস নামে শাইনপুকুরের ইনিংসে। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে আকবর আলী ও মেহেরব হোসেন টেনেছেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করা আকবর ২৩তম ওভারে ফিরে যান আফিফের বলে। অন্য প্রান্তে ৫০ রানে অপরাজিত ছিলেন মেহেরব। এতে ১৬৯ রানেই থেমেছে শাইনপুকুরের ইনিংস।