এবার বদলে যাচ্ছে কোহলির আরসিবির নাম

ক্রিকেট দুনিয়া March 14, 2024 3,446
এবার বদলে যাচ্ছে কোহলির আরসিবির নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হতে বাকি মাত্র এক সপ্তাহ । আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসরের প্রথম ম্যাচেই বিরাট কোহলির দল মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।


এদিকে আইপিএল শুরুর আগেই দলের নামে পরিবর্তন আনার আভাস দিয়েছে ব্যাঙ্গালুরু(আরসিবি)। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে আরসিবি।


আরসিবির পোস্ট করা ভিডিওর কারণেই ধারণা করা হচ্ছে নিজেদের দলে নামে পরিবর্তন আনতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নাম পরিবর্তন করে বর্তমানে নামের শেষে থাকা ব্যাঙ্গালোর শব্দটির পরিবর্তে ব্যাঙ্গালুরু শব্দটি ব্যবহার করবে কোহলির দল।


আগামী ১৯ মার্চ আরসিবি আনবক্স নামক অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তনা করা হবে বলেই ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, দক্ষিণ ভারতের এই শহরটির নাম আগে ব্যাঙ্গালোর হিসেবেই লেখা হত। তবে ২০১৪ সালের ১ নভেম্বর নাম পরিবর্তন করে ব্যাঙ্গালুরু রাখা হয়েছে। তবে ২০০৮ সাল থেকে আইপিএলে থাকা আরসিবি এতদিন ব্যাঙ্গালোর শব্দটিই ব্যবহার করে এসেছে। অবশেষে, ২০২৪ আইপিএল মৌসুমকে সামনে রেখে তারা নামটি বদলাবে বলেই ধারণা করা হচ্ছে।


আইপিএলে কোনও দলের নাম পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 'কিংস ইলেভেন পাঞ্জাব' তাদের নাম পরিবর্তন করে 'পাঞ্জাব কিংস' রাখে। বিরাট কোহলি- ফাফ ডু প্লেসির এই দলটি ইতোপূর্বে আইপিএলে কখনোই শিরোপা জিতেনি। যদিও আরসিবি তিন বার (২০০৯, ২০১১ এবং ২০১৬) ফাইনালে উঠেছে।