অপরাজিত সেঞ্চুরিতে যে রেকর্ড গড়লেন অধিনায়ক শান্ত

ক্রিকেট দুনিয়া March 14, 2024 2,192
অপরাজিত সেঞ্চুরিতে যে রেকর্ড গড়লেন অধিনায়ক শান্ত

লঙ্কানদের বিপক্ষে তিনে ব্যাট করতে নামা শান্ত খেলেন ১২৯ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেই ছেড়েছেন মাঠ। ব্যাট হাতে বীরত্বগাঁথা রচনায় গড়েছেন রেকর্ডও। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়লেন তিনি ।  


ইনিংসের ৩৮তম ওভারে লাহিরু কুমারার বলে দারুণ শটে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক পূরণ করেন শান্ত। ১০৮ বলে শতক হাঁকান তিনি। ইনিংসের ৪৪তম ওভারে জানিথ লিয়ানাগের স্লোয়ার বল পুল করে চার মেরে এ রেকর্ড নিজের করে নেন এ বামহাতি। পরের ওভারেই বাউন্ডারি মেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।  ১২৯ বলের ইনিংসে শান্ত ১৩টি চার ও ২টি বাউন্ডারি হাঁকিয়েছেন।


এর আগে এ রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৪ সালের এশিয়া কাপে ফতুল্লায় ভারতের বিপক্ষে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। শান্ত যখন এ এ রেকর্ড গড়েন তখন অপর প্রান্তে ছিলেন মুশফিকই। 


এ রেকর্ডে তিনে আছেন তামিম ইকবাল। ২০২১ সালের জুলাইয়ে তৎকালীন অধিনায়ক তামিম জিম্বাবুয়ের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের অধিনায়ক হিসেবে খেলতে নেমে ওয়ানডে শতক আছে মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের। এদের মধ্যে শুধু সাকিবেরই রয়েছে অধিনায়ক হিসেবে নেমে একাধিক শতক, তিনটি শতক আছে তার। 


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ৪৮.৫ ওভারে সফরকারীরা ২৫৫ রানে গুটিয়ে যায়।


তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬ এবং আভিষ্কা ফার্নান্দো ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।


জবাবে রানতাড়ায় শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় পতন হয় তৃতীয় উইকেটের। চতুর্থ উইকেট জুটিতে শান্ত’র সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বিদায়ের পর বাকি কাজ সামলেছেন শান্ত ও মুশফিক।