তানজিম সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

ক্রিকেট দুনিয়া March 14, 2024 27,747
তানজিম সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

এবার রোজার মধ্যে শুরু হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। রোজা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে এই তালিকায় নেই পেসার তানজিম হাসান সাকিব। ইফতারের সময় না হলেও মাঠেই কয়েকবার পানি খেতে দেখা যায় তাকে। ফেসবুকে প্রায়ই ধর্ম নিয়ে নানা কথা শেয়ার করা সাকিব রোজা না রাখায় তোপের মুখে পড়েছেন নেটিজেনবাসীর।


লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে চলাকালীন সাকিব বোতল থেকে কিছু পান করছেন, এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে পক্ষে ও বিপক্ষে, দুধরনের মন্তব্যই দেখা গেছে। তবে বাংলা ক্যালেন্ডারের শেষ ঋতুতে চট্টগ্রামের মতো আর্দ্র এলাকায় রোজা রেখে একদিনের ম্যাচ খেলা সহজ নয়, বিশেষ করে পেসার হিসেবে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিমকে। ম্যাচ শেষে তাই দলের অনুজ সতীর্থকে আগলে রাখলেন টাইগার উইকেটরক্ষক।


পানি খেতে দেখে তানজিমের যারা সমালোচনা করছেন, তাদের প্রসঙ্গে মুশফিক বলেন, 'আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।'


বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে নেমে ক্র্যাম্প করেছেন; হয়তো পানিশূন্যতার কারণেই। এই অবস্থায় সম্ভাবনাময় ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ-মুশফিক রোজা থেকে ম্যাচ খেললেও, রোজা ছিলেন না সাকিব । তবে তানজিমের রোজা না থাকাকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান মুশফিকের।


'স্বাভাবিক, আজ যেরকম গরম ছিল, ওর জন্য কঠিন। আর ওর ক্র্যাম্প ছিল। পেস বোলারদের জন্য আরও অনেক কঠিন। রোজা না রেখেও আজ ২-৩ জনের ক্র্যাম্প হচ্ছিল। অনেক কঠিন। একইসাথে যেটা বললাম, এটা যার যার ব্যক্তিগত মতামত।'


চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ইফতারের জন্য কোনও বিরতি ছিল না। বুধবার শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইফতারের সময় হলেও মাঠেই খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজরা। তিনজনই খেজুর এবং পানি দিয়ে ইফতার করেছেন। এরপর তিনজনই আবার মাঠে নেমে যান।