অপরাজিত থেকে দলকে জিতিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট দুনিয়া March 13, 2024 2,221
অপরাজিত থেকে দলকে জিতিয়ে যা বললেন শান্ত

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।


শান্তকে মিডল অর্ডারে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলছিলেন, 'আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।'


এদিকে দলের পেসারদের উপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, 'আমি দলের সব বোলারদের উপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।'


ব্যাট হাতে অবদান রাখায় শান্ত প্রশংসায় ভাসিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটারকে, 'মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছে এবং আমি আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।'


সূত্রঃ ঢাকা পোস্ট