টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

ক্রিকেট দুনিয়া March 13, 2024 485
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।


ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশও ৫ জন বোলার নিয়ে নেমেছে। যেখানে ২ জন স্পিনার ও ৩ জন পেসার খেলছেন। টস শেষে অধিনায়ক কুশল বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। পরে বল করে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করতে পারব। আমরা মনে করি, এই উইকেটে ২৮০ এর ওপরে রান করা সম্ভব। আমাদের ওপেনার এবং মিডল অর্ডার প্রথম ২০ ওভারে ভালো করতে পারলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’


বাংলাদেশের দলপতি শান্ত বলেন, ‘আমাদের চেজ করতে সমস্যা নেই। মনে হচ্ছে, ভালো উইকেট। মাঝে মধ্যে রাতে কিছুটা ডিউ হতে পারে। আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। আজকে নতুন হলেও আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। নতুন দিন, নতুন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলার আশা করছি।’


বাংলাদেশঃ লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।


শ্রীলঙ্কা একাদশঃ পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।