রোজা রেখেই আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়

ক্রিকেট দুনিয়া March 13, 2024 510
রোজা রেখেই আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়

মুসলমান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসটা সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটান সারা বিশ্বের মুসলমানরা। খেলোয়াড়রাও এর ব্যতিক্রম নয়। মুসলমান ক্রিকেটারদের রোজা রেখে খেলার নজির আছে অনেক। মঙ্গলবার এমন দৃষ্টান্ত স্থাপন গড়ল পুরো আফগানিস্তান দল।


সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে রমজানের প্রথম দিন আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। প্রথম ম্যাচ জিতে আফগানরা লিড নিলেও এই ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারণ হারলেই সিরিজ ড্র হয়ে যেত। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ইবাদতের কথা ভোলেননি আফগান ক্রিকেটাররা।


রোজা রেখেই মঙ্গলবার (১২ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ চলাকালে মাঠে বসেই ইফতার করেছেন ব্যাটিং করতে থাকা মোহাম্মদ নবি এবং হাশমতউল্লাহ শহীদি। বাকিরা ইফতার সেরেছেন ড্রেসিংরুমে। ইফতারের পর একসঙ্গে নামাজও আদায় করেছেন ক্রিকেটাররা। ম্যাচ শেষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আফগান ক্রিকেটারদের ইফতার এবং নামাজের একটি ভিডিও পোস্ট করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


রোজা রেখে ম্যাচ খেললেও মাঠের লড়াইয়ে প্রভাব পড়তে দেননি আফগান ক্রিকেটাররা। আইরিশদের কোনো পাত্তা না দিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে হাশমতউল্লাহ শহীদির দল। ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে তারা।


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন আইরিশদের ১১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমে ১১৯ রানে অলআউট হয় আইরিশরা।


লক্ষ্যতাড়ায় শুরুটা বেশ ভালো হয়েছিল আয়ারল্যান্ডের। ২ উইকেট হারিয়ে ৯০ রান পেরিয়েছিল সফরকারীরা। তবে মোহাম্মদ নবির অভিজ্ঞতার সামনে ধোপে টেকেনি আইরিশদের প্রতিরোধ। তিনি এবং তরুণ স্পিনার নানগেয়ালিয়া খারোতে খুব অল্প সময়ের মধ্যেই অলআউট করে ফেলেন আইরিশদের।


৯৩ থেকে ১১৯ রানে যেতে ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড। একাই পাঁচ উইকেট নেন নবি। অভিষিক্ত খারোতে নিয়েছেন ৪ উইকেট।


ব্যাট হাতেও এদিন আফগানদের অন্যতম নায়ক নবি। দলের প্রয়োজনের সময় ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ৫১ এবং হাশমতউল্লাহ শহিদি ৬৯ রান করেছেন। আইরিশদের হয়ে ৫০ রান করেছেন অধিনায়ক পল স্টার্লিং।