বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিরোধ ওপেন সিক্রেট । দুজনের কেউই মুখ না খুললেও সকলেই জানেন, তাদের শীতল সম্পর্কের কথা।
তামিমের অবসরের সিদ্ধান্ত গ্রহণের পেছনেও হাথুরুর দায় দেখেন অনেকে। এমনকি বিভিন্ন সময় নিজের বক্তব্যেও কোচের সঙ্গে তার বৈরী সম্পর্কের কথা জানিয়েছেন তামিম।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের সৃষ্টি হয়েছে, কোচ হিসেবে হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্বে থাকলে তামিম কী আর জাতীয় দলে ফিরবেন কি না?
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন তামিম। চন্ডিকা হাথুরুসিংহে থাকলে জাতীয় দলে ফিরবেন কি না, এমন প্রশ্নে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের স্পষ্ট উত্তর- ‘আমার ফেরাটা তাহলে খুবই কঠিন হবে। যেহেতু বোর্ড থেকে তারা আমাকে আরও একটা মিটিংয়ে ডেকেছে, তাই এর বেশি বিস্তারিত কিছু বলতে পারছি না। আমি সেই মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই।’
এদিকে রোববার (১০ মার্চ) তামিম ইকবালের সঙ্গে বৈঠক হয়েছে ক্রিকেট বোর্ডের। সেখানে বোর্ডের পক্ষ থেকে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ উপস্থিত ছিলেন। বৈঠকে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তিনি কবে জাতীয় দলে ফিরবেন, কেমন পরিস্থিতিতে ফিরবেন সেসবই জানিয়েছেন পরিষ্কারভাবে।
যদিও তামিম ফিরতে চাইলে হেডকোচের সঙ্গে আলাপের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি পাপন। তার ভাষ্য অনুযায়ী, সবটাই নির্ভর করছে তামিমের ওপরেই।
পাপন জানালেন 'সম্ভব কিনা এটা বোঝার জন্য ওদের সাথে বসতে হবে। তামিমের সাথে বসা খুবই জরুরী। তার পরিকল্পনা জানলে সামনে অগ্রসর হতে পারব। হেড কোচের সাথে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?'
তামিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা টেনে পাপন বলেন, 'সবার সাথেই আমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি একা মনে করলে তো হবে না। তামিমের বিষয়টা একটু সেনসিটিভ ইস্যু এ কারণে… হুট করে কেন একটা ম্যাচ খেলে ছেড়ে দিল এটাও এখনও জানি না। প্রথম সমস্যাই যদি না জানি পরবর্তীতে কী হলো সেই সমাধান দিতে পারবে না। ওর জিনিসটা জানা দরকার।'