লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও একই দলে সাকিব-লিটন

ক্রিকেট দুনিয়া March 8, 2024 835
লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও একই দলে সাকিব-লিটন

জাতীয় দলে তাদের দেখা নেই গত বিশ্বকাপের পর থেকেই। এরপর একসঙ্গে মাঠে নেমেছেন একাধিকবার, তবে প্রতিপক্ষ হয়ে। সাকিব আল হাসান আর লিটন দাস আবার কবে একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন, তা বলা মুশকিল। তবে গতবারের মতো এবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুই তারকাকে দেখা যাবে একই দলে।


শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে গতবার সাকিব-লিটনের দল ছিল গল টাইটান্স। এবার বদলে গেছে দলটির নাম, হয়েছে গল মার্ভেলস। নাম বদল হলেও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে দলটির ভাবনায় বদল আসেনি। এবারের আসরের জন্য দুজনকে রিটেইন করেছে তারা। অথচ গলের হয়ে গতবার কেবল তিনটি ম্যাচই খেলেছিলেন লিটন। কানাডার গ্লোবাল লিগ খেলে এসে আসরের শেষদিকে গলে যোগ দেন তিনি। ৩ ম্যাচে করেন মাত্র ৩৪ রান। অন্যদিকে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন পুরো আসরেই খেলা তারকা অলরাউন্ডার সাকিব। গলের হয়ে ৯টি ম্যাচ খেলেন সাকিব। করেন ১৩৮ রান। এছাড়া বল হাতে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি।


সাকিব-লিটনের গল ফ্র্যাঞ্চাইজির নাম বদলাচ্ছে এবার। গতবার টাইটান্সের নামে খেলা দলটি এবার “গল মার্ভেলস” নামে খেলবে। আগামী ১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর। ৩১ জুলাই হবে ফাইনাল। আসরে অংশ নেবে পাঁচ দল। সাকিব-লিটন ছাড়াও এই দলগুলোতে বাংলাদেশের আরও ক্রিকেটারকে দেখা যেতে পারে। তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুনরা তো গত আসরেও ছিলেন।