বিপিএলের দশম আসর অন্য যেকোন আসরের তুলনায় ছিল জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ । সদ্য শেষ হওয়া বিপিএলে অংশ নিয়েছে সাতটি দল। দেশের দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আরও চার দল।
বিপিএলে দল বাড়ানো নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি-না তা বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে।’
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন’ আয়োজনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাজমুল হাসান বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এ সময় (বিপিএল) না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই। দেখেন বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলংকা সিরিজ খেলতে হচ্ছে। আমাদের তো একটা মিনিমাম ব্রেক দেয়া লাগে। তারপরে এখন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লীগ। সামনে আরও সিরিজ, বিশ্বকাপ। টাইম স্লটটা যত বড় হবে, টাইম স্লট পাওয়া ততো কঠিন হবে।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘ঢাকার বাইরের অবকাঠামোগুলো সব জায়গায় এরকম নেই, আমরা ৪-৫টা টিম নিয়ে একটা জায়গায় খেলতে পারি। স্টেডিয়াম আছে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক জিনিস যেমন— হোটেল দরকার সব জায়গায় সে সুযোগুলো নেই। আমাদের আলটিমেট অবজেটিভ হচ্ছে, আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামী বারে হবে কি-না বলা মুশকিল।’
চলমান বাংলাদেশ-শ্রীলংকা টি টোয়েন্টি সিরিজ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই, এরপরও ওরা যে সাহস নিয়ে খেলছে, এটাই বড় কথা। ওদের খেলার ধরণ দেখে মনে হয়েছে, এখন টি টোয়েন্টি খেলতে আমরাও পারি।’