বিসিবি নির্বাচকদের কার বেতন কত দেখে নিন

ক্রিকেট দুনিয়া March 7, 2024 23,370
বিসিবি নির্বাচকদের কার বেতন কত দেখে নিন

বিসিবির নির্বাচক প্যানেল নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছিল। অবশেষে অনেক আলোচনা-সমালোচনার পর পরিবর্তন আসে বিসিবির নির্বাচক কমিটিতে। কমিটির প্রধান নির্বাচকসহ দুই জনকে সরিয়ে আনা হয় পরিবর্তন। নতুন কমিটির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। বাকি দুজন হলেন- হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক।


জানা গেছে, দায়িত্ব গ্রহণের সময় বিদায়ী প্রধান নির্বাচক থেকে প্রায় দিগুণ বেতনে যোগ দিয়েছেন লিপু। সঙ্গে সুযোগ সুবিধাও বৃদ্ধি করে নিয়েছেন তিনি। আগের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সর্বশেষ বেতন ছিল মাসিক ১ লাখ ৮২ হাজার টাকা।


বর্তমান প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেয়া টাইগারদের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক লিপুর বেতন ধরা হয়েছে মাসিক ৩ লাখ টাকা। এছাড়া সার্বক্ষণিক গাড়ি ও দেশ-বিদেশের সফরে বিসিবির পরিচালকদের সমান সুযোগ-সুবিধা পাবেন তিনি।


প্রধান নির্বাচকের বেতন বাড়লেও বেতন বাড়েনি নির্বাচক প্যানেলের অপর দুই সদস্য আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারের। রাজ্জাক বিসিবির থেকে মাসিক এক লাখের কিছু বেতন পেতেন। এখনও তাই পান।


হাবিবুল বাশার দেড় লাখ টাকার মতো বেতন পেতেন। তার স্থলাভিষিক্ত হওয়া হান্নান সরকারের বেতন রাজ্জাকের চেয়ে বেশি নয়। তারা দুই লাখ টাকা বেতন চেয়েছেন।


ক্রিকেট পরিচালনা বিভাগ রাজ্জাককে দুই লাখ ও হান্নানকে দেড় লাখ টাকা বেতনে দেয়ার প্রস্তাব করেছেন বলে জানা গেছে। কিন্তু তাদের বেতন বৃদ্ধির আলাপ-আলোচনা হলেও বাস্তবায়ন নেই।


এদিকে প্রধান নির্বাচক লিপুও তার প্যানেলের রাজ্জাক এবং হান্নানের বেতন বৃদ্ধির অনুরোধ করেছেন বিসিবির কাছে। বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিকের কাছে তুলেছিলেন। কিন্তু ঐ প্রস্তাব ফাইলবন্দী হয়ে আছে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ