এবার ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাচ্ছে শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া March 7, 2024 3,837
এবার ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাচ্ছে শ্রীলঙ্কা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারকে দেয়া কট বিহাইন্ড আউটের সিদ্ধান্ত 'ডিআরএস' এর স্নিকোমিটারে শব্দের সংকেত পাবার পরও বাতিল করে দেয়াতে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাবে শ্রীলঙ্কা দল। এ কথা জানিয়েছেন দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ।


ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এক শ্রীলঙ্কান সাংবাদিকের প্রশ্নে নাভিদ জানান, ' আমরা আইসিসি ম্যাচ রেফারির কাছে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাব'।


বিনুরা ফার্নান্দোর বলে সৌম্য সরকারকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন মাঠের আম্পায়ার গাজী সোহেল। ডিআরএসে টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সেই সিদ্ধান্ত বদল করতে বলেন কারণ ব্যাট আর বলের মাঝে ফাঁক ছিল।


সৌম্য ডাগআউটের পথে অনেকটা চলে গেলেও পরে আম্পায়ারের সিদ্ধান্ত দেখে ফিরে আসেন। এই নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতকে ঘিরে ধরেন। পরে খেলা শুরু হলেও অসন্তোষ চাপা থাকেনি শ্রীলঙ্কান ক্রিকেটারদের।