বাংলাদেশে এসে আবারও বিপাকে এঞ্জেলো ম্যাথিউস

ক্রিকেট দুনিয়া March 6, 2024 5,064
বাংলাদেশে এসে আবারও বিপাকে এঞ্জেলো ম্যাথিউস

ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথিউস । সংবাদ সম্মেলনে সাকিবের সমালোচনাও করেছিলেন তিনি । দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এখন বাংলাদেশে শ্রীলংকা, দলের সঙ্গী এঞ্জেলো ম্যাথিউসও । সিলেটে এসে আবারো বিপাকে পড়লেন লঙ্কান এই অলরাউন্ডার ।


না নতুন করে টাইম আউটের শিকার হননি, তবে শাড়ি কিনে বিপদে পড়েছেন এঞ্জেলো ম্যাথিউস । টিম হোটেলে বেশ কিছু দোকান আছে সেখান থেকে স্ত্রীর জন্য দুইটি শাড়ি কিনেছিলেন । তবে ভিডিও কলে স্ত্রীকে শাড়ি দুটি দেখানোর পর একটি শাড়ি পছন্দ করেননি, যে কারণে ফেরত দিতে গিয়েছিলেন ম্যাথিউস ।


কিন্তু দোকানগুলোতে টাঙ্গানো আছে নট রিফান্ডেবল অর্থাৎ কোন পণ্যই ফেরত যোগ্য নয় । অনুরোধেও মন গলেনি দোকানদারের । শেষ পর্যন্ত হোটেলের ম্যানেজারের দ্বারস্থ হন এঞ্জেলো ম্যাথিউল । সেই ম্যানেজারের অনুরোধে ফেরত দিতে রাজি হন, তবে শর্তসাপেক্ষে !! সমমূল্যের ভিন্ন কিছু কিনতে হবে এঞ্জেলো ম্যাথিউসকে ।


বাধ্য হয়ে কিছু ব্র্যান্ডের টি-শার্ট ট্রাউজার আর একটি মগও কিনলেন আলোচিত এই ক্রিকেটার । শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে হাসিমুখে দোকান থেকে বের হয়ে নিজ রুমে চলে যান লঙ্কান অলরাউন্ডার ।


বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার । ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুইটি গুরুত্বপূর্ন উইকেট ।


ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিরল এক ঘটনার জন্ম হয়েছিল। এমন ঘটনা যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা যায় । নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিনি তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করে টাইমড আউট হয়েছিলেন ।