প্রায় প্রতি বছরই প্রশ্ন ওঠে, আইপিএল থেকে কবে নাগাদ অবসর নিবেন ক্যাপ্টেন কুল। সবশেষ ২০২৩ সালের আইপিএল আসরে অনেকে তো ভেবেই নিয়েছিল হয়তো এটাই আইপিএলে ধোনির শেষ মৌসুম হতে চলেছে। তবে গত মৌসুমের শিরোপা জয়ের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক জানিয়ে দেন, শারিরিকভাবে ফিট এবং সুস্থ থাকলে পরের মৌসুমেও আইপিএলে খেলতে চান তিনি।
ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসরেও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে খেলবেন ধোনি। তবে খেলার পাশাপাশি এবারে নতুন কোনো ভূমিকায়ও দেখা যেতে পারে ভারতকে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে।
আর এমন জল্পনা ছড়িয়েছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির করা একটি পোস্ট থেকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘নতুন মৌসুম এবং নতুন ভূমিকার জন্য তর সইছে না। সঙ্গেই থাকুন।’ পোস্টে ‘ভূমিকা’ শব্দের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
এখন ভাবনার বিষয় নতুন কি ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন এই ক্রিকেট কিংবদন্তি। দলের কি নেতৃত্ব ভার ছেড়ে দিবেন তিনি? সাধারণ ক্রিকেটার হিসেবে শুধু খেলবেন নাকি অন্য কোন ভূমিকায় দেখা দিতে চলেছেন তিনি? ধোনি নিজে বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু না জানালেও কিছু একটা যে ঘটতে চলেছে তা বলাই যায়।
কারণ অকারণে কোনো বিষয়ে জল ঘোলা করার মানুষ যে ধোনি নন তা ক্রিকেটপ্রেমীরা বেশ ভালো মতই জানেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর বিজ্ঞাপনের বাইরে নিজের পেজে নতুন কোন পোস্ট শেয়ার করায় ধোনির এই পোস্ট বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসন্ন মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পালন করার কথা আসরের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷
সূত্রঃ ক্রিফোস্পোর্টস