ছক্কা মেরে বল হারানো রিয়াদে মুগ্ধ সাবেক ভিডিও অ্যানালিস্ট

ক্রিকেট দুনিয়া March 5, 2024 1,247
ছক্কা মেরে বল হারানো রিয়াদে মুগ্ধ সাবেক ভিডিও অ্যানালিস্ট

বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে নেই টাইগারদের সাবেক ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর । তবে এখনো টাইগারদের ক্রিকেটকে নিজের ভেতর থেকেই লালন করেন তিনি । নিয়মিত খোঁজ তো রাখেন, খেলা দেখাও বাদ দেন না। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও উপভোগ করেছিলেন এই ভারতীয়।


জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ২০৭ রান। লক্ষ্য তাড়ায় শেষ ওভারের রোমাঞ্চে ২০৩ রানে থামে স্বাগতিকরা। ঝড়ো ব্যাটিংয়ে ৬৮ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি জাকের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়া বাংলাদেশকে ম্যাচে রাখেন রিয়াদ।


১৪তম ওভারে ফিরে যাওয়ার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। ৩১ বলে দুই চারের পাশাপাশি চারটি ছয় মারেন সাবেক এই অধিনায়ক। রিয়াদের হাঁকানো চার ছক্কার মধ্যে একটা একটু বেশিই দর্শনীয় ছিল। মাথিসা পাথিরানার করা একটি ডেলিভারিকে মিড উইকেটের উপর দিয়ে তুলে মারেন রিয়াদ।


সেটা গিয়ে আছড়ে পড়ে স্টেডিয়ামে দোতলা গ্যালারির শেডের উপর। এরপর বলটা ড্রপ খেয়ে মাঠের বাইরে চলে যায়। যেটা দেখে বাড়তি আনন্দ পেয়েছেন দর্শকরা। রিয়াদের এই ছক্কাটা অবাক করেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশিখরনকেও।


রিয়াদের বল হারানো ছক্কা দেখে তৎক্ষণাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দেন শ্রীনিবাস। যেখানে অভিষিক্ত জাকেরের প্রশংসাও করেছেন শ্রীনিবাস।


রিয়াদের গ্যালারি পার করা ছক্কা নিয়ে ফেসবুকে বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট লিখেছেন, ‘শেষবার যাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বল পাঠাতে দেখেছিলাম সে হলো আন্দ্রে রাসেল। দারুণ খেলেছেন রিয়াদ ভাই। জাকের আলি অনিক খুবই চমৎকার। এখন জয় নিয়েই মাঠ ছাড়ুন।’


যদিও শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের। শেষদিকে জাকের আলি ২০০ স্ট্রাইকরেটে ঝড় তুললেন জয় থেকে ১০ রান দূরে থাকতেই দাসুন শানাকার বলে ক্যাচ দেন তিনি। এরপর শরিফুল একটা বাউন্ডারি হাঁকালেও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। বাংলাদেশ ম্যাচ হারে ৩ রানের ব্যবধানে।