প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া March 4, 2024 2,458
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এটি প্রথমটি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জয়ের ধারা অব্যাহত রাখতে এই ম্যাচে বাংলাদেশ সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে।


বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ নামতে পারেন। বিপিএলের পারফরম্যান্স তাদেরই এগিয়ে রাখবে। তবে বিপিএলে খারাপ হলেও অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকছেন, এটি অনেকটাই নিশ্চিত।


ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতা সৌম্য সরকারকে তারপরে মাঠে দেখা যেতে পারে। মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। কুমিল্লার হয়ে হৃদয় (১৪ ইনিংসে ৪৬২ রান) সেরা রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। আর রিয়াদ তো চ্যাম্পিয়ন টিমের গুরুত্বপূর্ণ সদস্য।


শেষ দিকে ব্যাট হাতে শেখ মেহেদীকে দেখা যেতে পারে। এরপরে বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে দেখা যেতে পারে।


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


সূত্রঃ সময় টিভি অনলাইন