বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাই ফেবারিট: লঙ্কান কোচ

ক্রিকেট দুনিয়া March 3, 2024 1,448
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাই ফেবারিট: লঙ্কান কোচ

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজ। আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের সিরিজ।


লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ।


এদিকে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল প্রথম টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। টাইগারদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ বলেই উল্লেখ করেছেন তিনি। লঙ্কান এই কোচ বলেন, ‘প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।’


একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। লঙ্কান এই কোচ বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’


এদিকে টাইগারদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে শ্রীলঙ্কাই এগিয়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিলভারউড বলেন, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’


টাইগার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ নিয়ে লঙ্কান কোচ বলেন, ‘ওয়ানিন্দু দুই ম্যাচ খেলতে পারবে না। এটা আমাদের মেনে নিয়েই এগোতে হবে। সে তার শাস্তি মেনে নিয়েছে, আমাদের এখন তাকে ছাড়াই খেলতে হবে। তার জায়গায় যে সুযোগ পাবে, তার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে এটা সুবর্ণ সুযোগ।’


সূত্রঃ ঢাকা মেইল