সাকিব-তামিমের বিপিএলের সেই আলোচিত উদযাপন দেখেননি, এমন কেউ হয়তো নেই। বিসিবিও সেটি নিয়ে কথা বলেছে। এবার তামিম নিজেই মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। যেটিকে বাঁহাতি এই ওপেনার ‘স্পাইসি’ বলে দাবি করেছেন।
শুক্রবার (১ মার্চ) বিপিএলের দশম আসরের ফাইনালে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিতে ৬ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তামিমদের বরিশাল। এই ম্যাচের পরে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম। সেখানে স্বাভাবিকভাবে উদযাপনের প্রসঙ্গও আসে।
এই উদযাপন নিয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।'
বিপিএলের সেই উদযাপন নিয়ে তামিমও তেমনটি মনে করেন। ফাইনাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘সেখানে কিছু স্পাইসি (সাকিব-তামিম ইস্যু) ছিল, যেটা আমার দ্বারা হয়েছিল। সবমিলিয়ে সেটা টুর্নামেন্টের ভালোর জন্য ছিল।’
চ্যাম্পিয়ন অধিনায়ক বিপিএল নিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি অসাধারণ একটি টুর্নামেন্ট। এই বছর আমার মনে হয়, সবচেয়ে ভালো টুর্নামেন্ট হয়েছে বিপিএলে যতগুলো হয়েছে তার মধ্যে। এখানে কে কী বলেছে, না বলেছে, সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি নিজেই পরিবর্তনটা দেখেছেন। সেটি কেবল কোয়ালিফায়ারে নয়, গ্রুপ পর্বের ম্যাচেও উপচে পড়া ভিড় ছিল। আমি মনে করি, এটা ভালো টুর্নামেন্ট ছিল।’
এর আগে জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, টিভি দেখতে দেখতে বিপিএল সামনে আসলে তিনি টিভিই বন্ধ করে দেন। তবে তামিম এমনটি মনে করেন না। যদিও পরে হাথুরু বলেছিলেন, এমন মন্তব্য করা তার ঠিক হয়নি।