তাইজুলকে দলে নেওয়ায় একটা পক্ষ হাসাহাসি করেছিল

ক্রিকেট দুনিয়া March 2, 2024 1,996
তাইজুলকে দলে নেওয়ায় একটা পক্ষ হাসাহাসি করেছিল

সাদা পোশাকের বোলার হিসেবেই বেশি পরিচিত তাইজুল। যদিও রঙিন পোশাকে যতটুকু সুযোগ পেয়েছেন নিংড়ে দিয়েছেন। ১৮ ওয়ানডে খেলে শিকার করেছেন ৩০ উইকেট, টি-টোয়েন্টিতে যদিও ম্যাচই খেলতে পেরেছেন মাত্র দুটি।


তবে তামিম ইকবালের দারুণ পছন্দ তাইজুল ইসলামকে। তামিম অধিনায়ক থাকার সময় একাধিকবার ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন তাইজুল। এবারের বিপিএলেও তাইজুল খেলেছেন তামিমের দল ফরচুন বরিশালে। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। ম্যাচের পর তাইজুলের ব্যাপারে কিছুটা অবাক করা এক তথ্যই দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।


বাঁহাতি এই স্পিনারকে বিপিএলে দলে নেওয়ায় পরিহাসের শিকার হয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সেই তাইজুল এখন চ্যাম্পিয়ন দলের সদস্য। দলকে শিরোপা জেতাতে অবদান আছে তারও। ৮ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন তিনি। রান দিয়েছেন ওভারপ্রতি স্রেফ ৫.৬৫ করে।


তাইজুলের এমন অবদানে দারুণ খুশি তামিম। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক বলেন, ‘বলাটা হয়তো উচিত হবে না, তবে এটাই সঠিক সময় বলার। তাইজুলকে যখন ড্রাফট থেকে বাছাই করেছিলাম, তখন একটি দল হাসাহাসি করেছিল। তাতে আমার অনেক খারাপ লেগেছিল। কারণ একটি আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি দলে নেওয়ায়, আরেক পাশে একটি দল হাসাহাসি করছে। সে যেভাবে অবদান রেখেছে, তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে বিসিবিও তাকে পুরস্কৃত করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডেকে। ’


৪ মার্চ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি তো বটেই ওয়ানডে সিরিজের স্কোয়াডেও নাম আছে তাইজুলের।