টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা। তার পরিবর্তে দলেডাক পেয়েছেন নিরোশান ডিকওয়েলাকে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, রেসপিরেটরি ইনফেকশনের কারনে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কুসল পেরেরার।
অসুস্থতার কারণে গত ২৯ ফেব্রুয়ারি দলের সাথে বাংলাদেশেও আসেনি এই ক্রিকেটার। তার পরিবর্তে ডাক পাওয়া ডিকওয়েলা আগামী ২ মার্চ দলের সঙ্গে যোগ দিবেন।
ডিকওয়েলা শেষবার শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মার্চে এবং জাতীয় দলের হয়ে সর্বশেষ সাদা বলের ম্যাচ খেলেন ২০২২ সালের জুন মাসে।
আগামী ৪ মার্চ সিলেটে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিনটি টি-টোয়েন্টির প্রথম দুটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা। সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে সিলেটে।
একনজরে টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
শ্রীলঙ্কা : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, অভিষকা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইকরামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসাহারা ও বিনুরা ফার্নান্দো।
সূত্রঃ ক্রিফোস্পোটস