ইনজুরি থেকে ফিরে বিপিএলে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। বল হাতে দেখিয়েছেন ঝলক, কাবু করেছেন বিপক্ষ দলের তারকা সব ক্রিকেটারদের। এছাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে রেখেছেন বড় ভূমিকা।
ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় তামিমের কাছ থেকে উপহার হিসেবে জোড়া ব্যাট পাবেন বলে জানিয়েছেন সাইফউদ্দিন। মূলত তামিমই তাকে চ্যাম্পিয়ন হলে জোড়া ব্যাট দেওয়ার কথা বলেছিলেন।
এ ব্যাপারে সাইফউদ্দিন বলেছেন ‘সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাকে তামিম ভাই বলেছিলেন দুইটা ব্যাট দেবে চ্যাম্পিয়ন হলে। এজন্য আমি আরও বেশি খুশি। অনেকের অনেক নেশা থাকে। টাকার নেশা বা বাড়ি-গাড়ি-জমি, আমার এসব নেশা নাই; আমার শুধু ব্যাটের নেশা।’
ফাইনাল ম্যাচে আন্দ্রে রাসেলকে শেষ ওভার বল করে দেননি কোনো বাউন্ডারি। চ্যাম্পিয়ন হয়ে সেই কথা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘অসাধারণ। যখন রাসেল আগের ওভারে আমাকে দুটি ছক্কা মেরেছিল, আমাকে ওনি (তামিম) এপ্রিশিয়েট জানিয়ে বলেছিল ইয়র্কার বল দিস। যার কারণে আমার আত্মবিশ্বাস ছিল রাসেল আমাকে একটাও বাউন্ডারি মারতে পারবে না। ’
তামিমকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে সাইফউদ্দিন আরও বলেন, ‘সত্যি বলতে বড় ভাই বা অধিনায়ক হিসেবে না; উনি আমার পরিবারের সদস্যের মতো। হয়তো উনি আমাকে এরকম বুস্ট আপ না করলে...(বিপিএলে) এত ভালো খেলা হতো না।’
সূত্রঃ ঢাকা পোস্ট