কালে কালে কেটেছে অনেক দিন। তবে তামিম আর জাতীয় দলের হয়ে খেলেননি। আদৌও খেলবেন কিনা বা কবে ফিরবেন— এ বিষয়ে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুম বুম তামিম।
শুরুতে তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই (নতুন প্রধান নির্বাচকের সঙ্গে)। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’
তবে জাতীয় দলে ফিরতে হলে কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়ত শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই।
কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়ত দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। ’
এছাড় বিশ্বকাপের সময় আরও ফিট ছিলেন বলে দাবি করে তামিম বলেন, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম (বিশ্বকাপের সময়)। এখন তো একটু পেট টেট বের হয়েছে দেখতেছেন।
শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা, আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে। ’
সূত্রঃ অনলাইন