অবশেষে ট্রফি জেতার আক্ষেপ ঘুচেছে বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া তারকা এই দুই ক্রিকেটারকে শিরোপা উৎসর্গ করেছেন তামিম ইকবাল। পুরস্কার বিতরণীতে তাদের দুজনকে ডেকে এনে এমনটা জানান বরিশালের অধিনায়ক।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নিতে চাই। শিরোপাটা আমি তাদের দুজনকে উৎসর্গ করতে চাই। মুশি মাঠে দারুণ কাজ করেছে, সে ফিল্ডিং পরিবর্তন করেছে। এটা মুশফিকের ট্রফি। কারণ আমি অধিনায়ক ছিলাম। সেই কৃতিত্বটা আমি পেয়েছি।’
কিন্তু এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। সেই চাপটা মুশি আমার কাছ থেকে নিয়েছে। তাতে আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি এবং রিয়াদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। সেই সঙ্গে বাকিরাও নিশ্চিতভাবে সমর্থন করেছে।’
রংপুর রাইডার্সকে হারিয়ে ভালোভাবে শুরু করলেও পরবর্তীতে ছন্দ হারায় বরিশাল। শেষ দিকে এসে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন এমন শঙ্কার মাঝে দিয়েও যেতে হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে প্লে অফ খেলা নিশ্চিত করে বরিশাল। একটা সময় যে বাদ পড়তে যাচ্ছিলেন সেটাও মনে করিয়ে দিয়েছেন তামিম। সেই সঙ্গে মানুষ সমালোচনা করলেও টি-টোয়েন্টিতেও নিজের বেসিকেই ছিলেন বলে জানান বরিশালের অধিনায়ক।
তামিম বলেন, ‘একটা সময় ছিল যখন টুর্নামেন্ট থেকে আমরা প্রায় ছিটকে যাচ্ছিলাম। সেখান থেকে আমরা সেমিফাইনাল নিশ্চিত করি। অনেক মানুষ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে আলোচনা করে কিন্তু আমি আমার বেসিকে ছিলাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখনই বেসিকের কথা বললেন তখনই অভিজ্ঞতার কথা আসে।’
টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন মাহমুদউল্লাহ। বেশ কয়েকটি ম্যাচ জেতাতে বড় ভূমিকাও রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে শেষ দিকে এসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে সেভাবে রানের দেখা মেলেনি। খুব বেশি প্রয়োজন হয়েছে সেটাও বলার সুযোগ নেই। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেকে নিয়ে যাওয়ায় তামিমকে ধন্যবাদ দিয়েছেন মাহমুদউল্লাহ।
অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘সত্যি বলতে এটা দারুণ অনুভূতি। প্রথমত আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই। কারণ এখানে কথা বলার জন্য সে আমাকে ডেকেছে। যতটুকু পারি না কেন আমি আমার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এর চেয়ে বেশি কিছু না।’
তামিমকে ধন্যবাদ দিয়েছেন মুশফিকও। বরিশালের উইকেটকিপার ব্যাটার বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল ছিল। অবশেষে প্রথমবারের মতো জিতলাম। ভালোভাবে আমাদের নেতৃত্ব দেয়ার জন্য তামিমকে ধন্যবাদ। দলের ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফকে অনেক ধন্যবাদ। তারা সবাই অনেক বেশি পরিশ্রম করেছে।’
সূত্রঃ ক্রিকফ্রেন্জি