বিপিএল নিয়ে হাথুরুর বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মুশফিক

ক্রিকেট দুনিয়া February 29, 2024 5,276
বিপিএল নিয়ে হাথুরুর বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মুশফিক

বিপিএলের দশম আসর অন্য যেকোন আসরের তুলনায় ভালোভাবে পরিচালিত হলেও শেষদিকে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। বিপিএল দেখার সময় মাঝেমাঝে টিভি বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি। রংপুর-বরিশাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।


হাথুরুসিংহের মন্তব্যের কথা উল্লেখ করে মুশফিকের কাছে বিপিএলের মান নিয়ে জানতে চাইলে তিনি জানান, বিপিএলের সার্বিক মান অনেক উঁচুতে। খেলোয়াড়দের অর্থনৈতিক লাভের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। বিপিএলে একজন ক্রিকেটার যে পারিশ্রমিক পায় জাতীয় দলে কেউ যদি টপ পেইড স্যালারি হয় ২-৩ বছর খেলে ওই ইনকাম করতে পারবেন। এটার মান যদি খারাপ হয় এটা কোন দিক দিয়ে করেন। কেউ চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর আনসোল্ড থেকে টিভিতে বসে খেলা দেখার।’


উইকেট নিয়ে কিছুটা প্রশ্ন তুললেও মুশফিক মনে করেন বিপিএলের মান আগের তুলনায় অনেক বেড়েছে। অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘এটার মান যদি বলুন, অবশ্যই অনেক উঁচু। হ্যাঁ, এটা বলতে পারেন যে, অনেক সময় ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে, যে কোনো কারণে রান করাটা কঠিন হয়ে যায়। তবে এই বছর আগের চেয়ে অনেক ভালো ছিল পিচ। এজন্য খেলার মানও অনেক বেড়েছে আগের তুলনায়।’