বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া February 29, 2024 3,339
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। স্কোয়াডে আছেন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথা আসালাঙ্কা।


সবশেষ ২৪ মাসে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন হাসারাঙ্গা। এতে করে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ বেঞ্চেই কাটাতে হবে তাকে। এছাড়া ইনজুরির কারণে দলে নেই পাথুম নিসাঙ্কা।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে মার্চের ৪ তারিখ। বাকি দুটি ম্যাচ গড়াবে ৬ ও ৯ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজকে সামনে রেখে আগামীকাল ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা।


শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক) চারিথা আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা দানঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আবিষ্কা ফার্নান্দো ও জেফরি ভ্যান্ডারসে।


সূত্রঃ ঢাকা মেইল