হাথুরুসিংহের উপর চটেছেন বিসিবির সভাপতি পাপন

ক্রিকেট দুনিয়া February 26, 2024 2,224
হাথুরুসিংহের উপর চটেছেন বিসিবির সভাপতি পাপন

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে খোলাখুলি সাক্ষাৎকার দেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাতে চটেছেন বিসিবির সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বিস্ফোরক মন্তব্যের জন্য তদন্তের মুখে পড়তে পারেন হাথুরু।


পাপন বলেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।’ হাথুরু কী বলেছেন সেটা জানা বিসিবি সভাপতির সময়ের ব্যাপার মাত্র।


এর পর পাপন যোগ করেন, ‘একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। এমন কথা বলার পিছনে কারণ কী, সেটা আমার জানা দরকার।’ বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা অবস্থায় বোর্ড প্রসঙ্গে এসব মন্তব্য হাথুরু করতে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পাপন। তিনি বলেন, 'প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা।


আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।'


ওই সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো ক্লাসই নেই।’