বিপিএলের এবারের আসরে দুর্দান্ত শুরু করেছিল রংপুর রাইডার্স। যার রেশ ধরে রেখেছে গ্রুপ পর্বের শেষ অবধিও। সেরা দল হয়েই প্লে-অফে উঠে রংপুর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে আরেক বড় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
তবে বড় মঞ্চে নামার আগে আরেক দফায় নিজেদের শক্তি নুরুল হাসান সোহানের দল। আজ সোমবার দলটিতে যোগ দিয়েছেন নিকোলাস পুরান। এছাড়া এসেছেন ফজল হক ফারুকী।
এর আগে রংপুরের বিদেশী হিসেবে খেলেছেন ফারুকীর স্বদেশী আজমতউল্লাহ ওমরজাই। তাকে যদিও পাওয়া হচ্ছে না রংপুরের। আবার নিকোলাস পুরান রংপুরে পাবেন তাদের স্বদেশী ব্রেন্ডন কিং- কে।
নিকোলাস পুরান এবং ফারুকীর আগমন নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে রংপুরের। আগে থেকেই দলের সঙ্গে আছেন ব্রেন্ডন কিং, জিমি নিশামের মত তারকারা।
সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে এই দুই সংযোজনকে মাঠে দেখা যেতে পারে। সোমবার সন্ধ্যায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কুমিল্লা এবং রংপুর।
চলতি আসরে নিজেদের সবশেষ ম্যাচে এই কুমিল্লার কাছেই হেরেছিল সোহানের দল। যদিও দুই দলের মুখোমুখি প্রথম দেখায় জয় পেয়েছিল রংপুরই।
সূত্রঃ ডিবিসি নিউজ