বিপিএল মাতাতে ঢাকায় নেমেই অনুশীলনে মিলার

ক্রিকেট দুনিয়া February 25, 2024 1,466
বিপিএল মাতাতে ঢাকায় নেমেই অনুশীলনে মিলার

ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসবেন তা আগেই জানা ছিল। আজ ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে মিলার চলে যান মিরপুর স্টেডিয়ামে। একাডেমি মাঠে তিনি অনুশীলনও করছেন। মাঠে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মিলার।


এরপর দ্রুতই ব্যাটিং অনুশীলন করেন মিলার। আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড। যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


এ দেশ থেকে ও দেশ— নিজেকে মানিয়ে নেওয়ার বিষয় উল্লেখ করে মিলার বলেন, ‘ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের জন্য কী দরকার। আজ বেশ গরম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। একইসঙ্গে সবার সাথে পরিচিতও হওয়া দরকার। দলটাকে ভালোভাবে জানা দরকার। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। দিনশেষে এটা নিজের শরীরকে বোঝার ব্যাপার।’


খেলোয়াড়রা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হন, যাকে মিলার তুলনা করেছেন রেড ওয়াইনের সঙ্গে, ‘আমার মনে হয় এখানে কেউ ড্রিঙ্কস করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপারে তো জানেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠে।


বয়স হলে অনেক কিছু আপনি অনুধাবন করতে পারেন, ভিন্নভাবে চিন্তা করতে পারেন অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না। যত সময় যায়, আমরা শিখতে থাকি এবং নিজের উন্নতি করতে থাকি।’


সবকিছু ঠিক থাকলে আগামীকাল ফরচুন বরিশালের হয়ে চলতি বিপিএলের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে মিলারকে। বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যানের জন্য ফ্র্যাঞ্চাইজিটির অপেক্ষাও ছিল দীর্ঘদিনের। এলিমিনেটর ম্যাচে তার দল বরিশাল কাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে।


সূত্রঃ অনলাইন