পিএসএলে ডিআরএস বিতর্ক, চলছে তুমুল সমালোচনা

ক্রিকেট দুনিয়া February 24, 2024 1,604
পিএসএলে ডিআরএস বিতর্ক, চলছে তুমুল সমালোচনা

ডিআরএস প্রযুক্তির ভুলের কারণে আউট হওয়া থেকে বেঁচে যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক রাইলি রুশো। এরপর তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেডও ম্যাচটি ৩ উইকেটে হেরে যায়। এরপর থেকেই ডিআরএসের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তুঙ্গে। এ নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে হক-আই প্রযুক্তি।


ঘটনা বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল কোয়েটা। কিন্তু ইনিংসের ১১তম ওভারে চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটে।


আগা সালমানের বলে এলবিডব্লিউ হন কোয়েটার অধিনায়ক রাইলি রুশো। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটার। মাঠের জায়ান্ট স্ক্রিনসহ টিভিতে বল ট্রাকিং দেখানো হয়। বল পিচে ড্রপ করার পর রুশোর প্যাডের যে অংশ স্পর্শ করে সেই অংশ দেখে সবাই ভেবে নিয়েছিলেন, বল স্টাম্প হিট করছে।


তবে যখন বল ট্রাকিং দেখানো হয় তখন রুশোর প্যাড স্পর্শ করা অংশে বলটি লাগেনি, বল ট্রাকিংয়ে সেটি আরও দূরে সরে ডানদিকে স্পর্শ করছে দেখানো হয়।


ফলে ইম্প্যাক্ট আউট সাইড অফ হওয়ায় আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নট আউট দিতে বাধ্য হন। এই ঘটনায় মাঠেই প্রতিক্রিয়া জানান শাদাব।


ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক শাদাব খান, ‘আমি মনে করি আমরা প্রযুক্তির (ডিআরএস) কারণে ম্যাচ হেরেছি।’


তিনি আরো বলেন, ‘আমাদের ভিন্ন আরেকটি বল রিভিউতে দেখানো হয়েছে। আমি চার ওভার বল করেছি লেগ স্পিনার হিসেবে, বল এতোটা ঘুরছিল না। কিন্তু রিভিউ যেটি দেখানো হলো সেখানে বল অনেক স্পিন করে দূরে সরে যাচ্ছিল। এমন বড় আসরে এসব ভুল হওয়া উচিত নয়।’