আক্রমণাত্মক ক্রিকেট গেইলের কাছে নতুন কিছু নয়

ক্রিকেট দুনিয়া February 24, 2024 3,569
আক্রমণাত্মক ক্রিকেট গেইলের কাছে নতুন কিছু নয়

ইংল্যান্ড ক্রিকেট দলে বেন স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটের ধারণা বদলে গেছে। মূলত, আগ্রাসী ক্রিকেট খেলে ম্যাচের প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হচ্ছে তারা। এ কারণে ম্যাককালামের ডাকনামের সঙ্গে মিল রেখে এর নাম দেওয়া হয়েছে বাজবল।


গত দুই বছরে বাজবল সফলতা যেমন দেখেছে, তেমনি দেখেছে ব্যর্থতাও। তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের মতে, আগ্রাসী ক্রিকেটের প্রচলন আরো আগে থেকেই ছিল। তাই বাজবল তার কাছে নতুন কিছু নয়।


ডাকেটের মন্তব্যকে একহাত নিয়ে ইউনিভার্স বস খ্যাত গেইল এএফপিকে বলেন, ‘ক্রিস গেইল আন্তর্জাতিক মঞ্চে পা রাখার আগে থেকেই বছরের পর বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের (ওয়েস্ট ইন্ডিজ) জন্য সেই পথ তৈরি করে দিয়েছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার মতো ক্রিকেটাররা। তারা সব ফরম্যাটেই আক্রমণাত্মক খেলোয়াড়। পরিসংখ্যান চেক করলে দেখবেন, তারা কীভাবে তাদের ইনিংস সাজিয়েছেন।’


ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন যাশাভি জসওয়াল। এর কৃতিত্ব বাজবলকে দিয়েছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। কিন্তু গেইলের মত, "সে (জসওয়াল) এটা (আক্রমণাত্মক ব্যাটিং) ইংল্যান্ডের থেকে শিখেছে বলে আমার মনে হয় না। খেলার ধরন মূলত কোচ ও মেন্টররা শিখিয়ে থাকেন। আর হ্যাঁ, সে অসাধারণ একজন খেলোয়াড়, অবিশ্বাস্য।"


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকেই আগ্রাসী ক্রিকেটে মন কেড়েছেন জসওয়াল। ২০২০ যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসওয়াল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) আগ্রাসী ব্যাটিংয় উপহার দেন তিনি।


গেইল বিশ্বাস করেন, খেলার ধরন না বদলিয়ে এভাবে খেলতে পারলে নিজেকে ছাড়িয়ে যাবেন জসওয়াল।