শান্তর ব্যর্থতার কারণ হিসেবে যা বললেন অধিনায়ক মিঠুন

ক্রিকেট দুনিয়া February 24, 2024 4,460
শান্তর ব্যর্থতার কারণ হিসেবে যা বললেন অধিনায়ক মিঠুন

বিপিএলে গতকাল টুর্নামেন্ট শেষ হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। আর এবারের আসরে ১২ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১৭৫ রান। আসরে টানা ব্যর্থ হলেও শান্তর নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠু্নের।


খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর মিঠুন বলেন, ‘আপনারাও জানেন সে কত বড় খেলোয়াড়। সম্প্রতি সে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছে। আমাদেরও তার ওপর অনেক বেশি আশা ছিল।


সে চেষ্টা কম করেনি, তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু হয়নি, সবসময় সবকিছু সবার হাতে থাকে না। হয়তো সে আরও শক্তিশালী হয়ে ফিরবে। অবশ্যই দল হিসেবে তার সার্ভিসটা আমরা মিস করেছি। আমরা সবাই জানি সে বড় ক্রিকেটার। আশা করি খুব তাড়াতাড়ি সে কামব্যাক করবে।’


মিঠুন আরও বলেন, ‘যেটা বললাম তার চেষ্টার কোনো কমতি ছিল না। প্রত্যেকটা ম্যাচেই যখন আমি তার সঙ্গে কথা বলতাম ফ্রেশভাব, পজিটিভ মাইন্ডসেটে আসতো। খেলোয়াড় হিসেবে একটা সময় হতাশা আসতেই পারে। ও শেষের দিকে চেষ্টা করেছে আরও একটু রিল্যাক্স থাকতে।


কারণ চেষ্টা করতে করতে যখন হয় না তখন একটু রিল্যাক্স হওয়াটাই আমার মনে হয় ভালো। আমি মনে করি ও সঠিক কাজটাই করেছে কিন্তু হয়নি। কিন্তু কেন হয়নি এটার উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব না। আশা করি পরবর্তীতে আন্তর্জাতিক যে সিরিজ আছে ওখানে কামব্যাক করবে।’


প্লে অফ খেলতে না পারলেও শেষের পারফরম্যান্সে খুশি মিঠুন, ‘আসলে আফসোস বললে ভুল হবে কারণ আফসোস নেই। যেহেতু কামব্যাক করেছি খুব ভালোভাবে এজন্য আফসোস বলবো না, অবশ্যই খুশি। যেটা ভুল হয়ে গেছে এটা অনেক আগে ভুল হয়ে গেছে। তো ওইটা তো আমরা আর ফিরে পাব না। টুর্নামেন্টের শেষ দিকে আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে অবশ্যই আমাদের খুশি থাকা উচিত।’


সূত্রঃ ঢাকা পোস্ট