২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে আসজাদ বাট

ক্রিকেট দুনিয়া February 23, 2024 20,587
২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে আসজাদ বাট

ফুটবলের জন্য বিখ্যাত ইউরোপের দেশ স্পেন । তারকারা হরহামেশাই দৃষ্টিনন্দন পাস কিংবা গোল উপহার দেন । সেই দেশেরই এক ক্রিকেটার কিনা তাণ্ডব করলেন ক্রিকেট মাঠে। আরও ভালো করে বললে, রানের তুফান দেখা গেল তাঁর ব্যাটে। এতটাই যে, তাঁর ছক্কা গুনতে গুনতে হয়রান হয়ে পড়েছিলেন স্কোরার পর্যন্ত। হবে না-ই বা কেন? মাত্র ২১ বলে কেউ যদি সেঞ্চুরি করে বসেন, তা হলে চার-ছয়ের সিগনাল দিতে দিতে হাত ব্যথা হয়ে যেতে পারে আম্পায়ারের।


ইউরোপিয়ান টি-টেন লিগে স্পেনের ক্রিকেটার আসজাদ বাট ছিনিমিনি খেলেছেন বিপক্ষের বোলারদের নিয়ে। সোহাল হসপিটালেটের সঙ্গে ম্যাচ ছিল কাতালুনিয়া ড্রাগন্সের। শুধু সেঞ্চুরি করা নয়, আরও বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আসজাদ।


১০ ওভারে ১৫৬ তাড়া করতে নেমেছিল হসপিটালেট। ওপেন করতে নামা আসজাদ সব হিসেব উল্টে দিয়েছেন। ২১ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ২৭ বলে ১২৮ করে নট আউট থেকে যান। মাত্র ৫.৩ ওভারে টিমকে জয় এনে দিয়েছেন। বিস্ফোরক ইনিংস খেলতে গিয়ে মেরেছেন ১৮টা ছয় ও ৪টে চার। স্ট্রাইক রেট ৪৭৪। আসজাদের এই সেঞ্চুরি নয়া রেকর্ডও তৈরি করেছে। ইউরোপিয়ান টি-টেন লিগে এর আগে ২৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলির। ২০২৩ সালে তিনি ইউরোপিয়ান লিগেরই একটা ম্যাচে এই রেকর্ড করেছিলেন। এক বছরেরও কম সময়ে যা ভেঙে দিলেন আসজাদ।


আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি এবি ডিভিলিয়ার্সের। তিনি ৩১ বলে শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি এক দিনের ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন।


টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক নেপালের কুশল মল্লা। ৩৪ বলে শতরান করেছিলেন তিনি। টেস্টে দ্রুততম শতরানটি করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার ৫৪ বলে শতরান করেছিলেন।