নো বল বিতর্কে আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন হাসারাঙ্গা

ক্রিকেট দুনিয়া February 22, 2024 2,471
নো বল বিতর্কে আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন হাসারাঙ্গা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচ আফগানদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামে দলটি। আগে ব্যাট করে স্বাগতিকদের ২১০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান । যেখানে শেষ ওভারে জয়ের জন্য দলটির সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৯ রান। সেখানে ওভারের প্রথম তিন বলে ৮ রান তোলেন মেন্ডিস।


সমস্যা বাঁধে ওয়াফাদারের পরের বলেই। তার করা ফুলটস বলটি মেন্ডিসের কোমরের অনেক উপর দিয়ে যায়। স্বাভাবিকভাবেই সেটা নো বল হওয়ার কথা। কিন্তু লেগ আম্পায়ার হানিবল কোনো প্রতিক্রিয়াই দেখাননি। সে সময় লঙ্কান ব্যাটাররা নো বলের দাবী জানান। এমনকি রিভিউ নেয়ার কথা জানালেও কোনো লাভ হয়নি।


নো বল প্রসঙ্গে হাসারাঙ্গা বলেন, 'আন্তর্জাতিক ম্যাচে এমন ঘটনা ঘটা উচিত নয়। যদি বলটা কোমরের কাছাকাছি দিয়ে যেত, তাহলে কোনো সমস্যা ছিলো না। কিন্তু একটি বল যেটা এত উঁচুতে ছিলো যে... আরেকটু উপরে উঠলে ব্যাটারের মাথায় আঘাত করতে পারত।'


অবশ্য সেই বিতর্কিত বলের পরের স্বাগতিকদের প্রয়োজন ছিলো ২ বলে ১১ রান। পরের বলটি ওয়াইড বল করেন ওয়াফাদার। পরের বলে শট খেলতে পারলেও, শেষ বলে ছক্কা হাঁকান মেন্ডিস। ফলে ৩ রানে ম্যাচ হারায় আক্ষেপটা আরো বাড়ে হাসারাঙ্গাদের। এরপরই আম্পায়ারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেোন দলটির অধিনায়ক।


হানিবলকে নিয়ে হাসারাঙ্গা আরো বলেন, 'আপনি যদি এটি (নো বল) দেখতে না পান, তাহলে সেই আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত নয়। তিনি যদি অন্য কোনো কাজ করেন তাহলে সেটা আরো ভালো হবে।'