আইপিএল মাতানো তারকাকে দলে নিলো কুমিল্লা

ক্রিকেট দুনিয়া February 22, 2024 9,234
আইপিএল মাতানো তারকাকে দলে নিলো কুমিল্লা

দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ইতোমধ্যেই বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। বাকি ম্যাচগুলোর জন্য দলকে আরও শক্তিশালী করতে আফগানিস্তানের তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে লিটন-রাসেল-হৃদয়ের কুমিল্লা।


জানা যায়, আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার নূর আহমেদ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ এই প্রতিভাবান ক্রিকেটারের পথচলা খুব বেশি দিন না হলেও ইতোমধ্যেই বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন।


সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছেন নূর। এছাড়া পিএসএল, বিগ ব্যাশ, এসএ২০, এলপিএল, দ্যা হান্ড্রেড খেলারও অভিজ্ঞতা রয়েছে এই আফগান তারকা। ঘরোয়া ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি এখন পর্যন্ত খেলা হয়নি নূরের।


আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে ৭.৯০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ২৭ রান। ইনজুরিমুক্ত থাকতে পারলে তরুণ এই স্পিনারের ক্যারিয়ার যে আরও দীর্ঘায়িত হবে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।


সূত্রঃ চ্যানেল ২৪