শক্তি বাড়াতে আরও এক বিদেশি দলে নিচ্ছে ফরচুন বরিশাল

ক্রিকেট দুনিয়া February 22, 2024 8,677
শক্তি বাড়াতে আরও এক বিদেশি দলে নিচ্ছে ফরচুন বরিশাল

বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। হারলেই প্লে-অফে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা , এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে ফরচুন বরিশাল।


অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটি দুই গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় হারিয়ে বিপাকে। ইনজুরির কারণে বিপিএল ছেড়েছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও ইংলিশ ব্যাটার টম ব্যান্টন। কুমিল্লার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা দলটির বড় ক্ষতি।


তবে সেই বড় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারছে বরিশাল। এরই মধ্যে তারা দলে ভিড়িয়েছে জেমস ফুলারকে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ফুলার একজন পেস বোলিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় জন্ম নিলেও তিনি নিউজিল্যান্ডের নাগরিক।


খেলেছেন ইংলিশ লায়ন্স ক্রিকেট দলের হয়ে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশে পা রাখার কথা তার। ঢাকায় শেষ পর্বের ম্যাচগুলো খেলতে দেখা যাবে তাকে। আজই দলের সঙ্গে টিম হোটেলে যোগ দেয়ার কথা তার। আগামীকাল কুমিল্লার বিপক্ষে ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।


এদিকে ফরচুন বরিশালে আরেক প্রোটিয়া মারকুটে তারকা ডেভিড মিলারেরও যোগ দেয়ার কথা। কিন্তু ঠিক কবে তিনি যোগ দেবেন তা এখনও জানা যায়নি।


সূত্রঃ সময় টিভি অনলাইন