২০০৮ সালে অভিষেক হওয়া আইপিএল এখন পর্যন্ত পেরিয়েছে ১৬টি আসর। দরজায় কড়া নাড়ছে আইপিএলের ১৭তম আসর৷ আগামী ২২ মার্চ ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই শুরু হচ্ছে৷ প্রথম ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল।
আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান এসেছে ভিরাট কোহলির ব্যাট থেকে। সাবেক এই রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক আইপিএলের সর্বাধিক সেঞ্চুরির মালিকও। এছাড়াও সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। একনজরে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক যারা-
• ভিরাট কোহলি
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফলতম ব্যাটার ভিরাট কোহলি৷ ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া কোহলি আইপিএলে এখন পর্যন্ত ২২৯ ইনিংসে করেছেন ৭২৬৩ রান। এর মধ্যে রয়েছে ৭টি শতক ও ৫০টি অর্ধশতক৷ আইপিএলে কোহলির চেয়ে বেশি শতক আর কারো নেই। কেবল ২০১৬ সালের আইপিএলে কোহলির রয়েছে ৪টি শতক। একই মৌসুমে রেকর্ড সংখ্যক ৯৭৩ রান সংগ্রহ করেন তিনি৷
• শিখর ধাওয়ান
কোহলির পরেই সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন আরেক স্বদেশি শিখর ধাওয়ান। জাতীয় দলের আঙিনায় না থাকলেও নিয়মিত খেলছেন আইপিএলে৷ এখন পর্যন্ত আইপিএলে ৩৫.৩৮ গড়ে তাঁর সংগ্রহ ৬৬১৭ রান। এর মধ্যে রয়েছে ২টি শতক ও ৫০টি অর্ধশতক৷
• ডেভিড ওয়ার্নার
কিছুদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার৷ তবে বিদেশীদের মধ্যে এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে বেশি রান রয়েছেন এই অস্ট্রেলিয়ান অপেনারের৷ ব্যাট হাতে ১৭৬ ইনিংসে ৪১.৫৩ গড়ে তাঁর রান সংখ্যা ৬৩৯৭। এর মধ্যে রয়েছে ৪টি শতক ও ৬১টি অর্ধশতক৷
• রোহিত শর্মা
অধিনায়ক হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি শিরোপা। দ্যা হিটম্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা আইপিলে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক৷ ২৩৮ ইনিংসে তিনি সংগ্রহ করেন ৬২১১ রান৷ এর মধ্যে রয়েছে ১টি শতক ও ৪২টি অর্ধশতক৷
• সুরেশ রায়না
মিস্টার আইপিএল হিসেবে পরিচিত সুরেশ রায়না আইপিএলে এখন পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক৷ ক্যারিয়ারের সিংহভাগ কাটিয়েছেন চেন্নাই সুপার কিংসে। অথচ ২০২২ আইপিএলের নিলামে তাঁকে দলে ভেড়ায়নি কোনো ফ্রাঞ্জাইজি দল৷ এর আগেই তাঁকে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস৷ আইপিএলে এখন পর্যন্ত ২০০ ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেন ৫৫২৮ রান৷ এর মধ্যে রয়েছে ১টি শতক ও ৩৯টি অর্ধশতক।
সূত্রঃ অনলাইন