টি টোয়েন্টির প্রথম সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম

ক্রিকেট দুনিয়া February 21, 2024 3,655
টি টোয়েন্টির প্রথম সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম

বাচা মরার ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে। আর হারলেই সেরা চারের লড়াইয়ে জায়গা পাওয়া নিয়ে তৈরি হতো শঙ্কা। তবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই জয়ে বড় অবদান রেখেছেন চট্টগ্রামের ব্যাটার তানজিদ হাসান তামিম। এই ওপেনার একাই ব্যাট হাতে করেন ১১৬ রান। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।


এবারের বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পথে দখলে নিয়েছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও। ২০২৪ বিপিএলে তিন নম্বর সেঞ্চুরি করে চট্টগ্রাম পর্ব রাঙিয়ে দিলেন ঘরের দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ছুঁয়েছেন শতকের মাইলফলক। ৩২ বলে পঞ্চাশ রান পাওয়া তামিম সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। রেকর্ড সেঞ্চুরির পথে তামিম দখল করেছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও, ১১ ইনিংস খেলা তামিমের নামের পাশে এখন ৩৮২ রান।


১৯৩ রানের পাহারসম লক্ষ্য টপকাতে নেমে ১২৭ রানের বেশি করতে পারেননি বিজয়-আফিফরা। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। ৬৫ রানের বড় জয়ে টেবিলের তিনে ওঠে লিগ পর্ব শেষ করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন দারুণ জয় ভাষা শহীদদের উৎসর্গ করেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি,


‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সাথে সাথে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবাইর সাথে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।’


আর টি-টোয়েন্টিতে পাওয়া নিজের প্রথম সেঞ্চুরিটা ভাগিনাকে উৎসর্গ করলেন তামিম,


‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’


সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমে গিয়েই বাবা-মা’য়ের সাথে কথা বলবেন তামিম, ‘আসলে এখনও মোবাইল পাই নাই। মোবাইল যখন পাব তখন বাবা-মার সাথেই প্রথমে কথা বলব। আমার মনে হয়েছে যে এই সেঞ্চুরির ফলে বাবা-মা সবচেয়ে খুশি হয়েছে। আমার বাবা এখন আমাকে নিয়ে অনেক গর্ব করে। এটা নিজের কাছে অনেক ভালো লাগে।’


ঘরের মাঠে শ্রীলংকা সিরিজের ওয়ানডে দলে থাকলেও টি-২০ দলে ডাক না পাননি তামিম। বিষয়টি নিয়ে তিনি বলেন,‘'কখনোই আফসোস করি না। তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা। আমি সেটাই করে যাব, বাকি সব আল্লাহর ইচ্ছা।